শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সাফল্যের সিঁড়িতে সাদিয়া

ছোটপর্দায় মাঝেমধ্যেই আপন আলোয় ক্রমশ উজ্জ্বল হয়ে জ্যোতি ছড়ান কেউ কেউ। একটু একটু করে সেই জ্যোতি আলোকিত করে তোলে চারপাশ। নজর কাড়েন সবার। শোবিজের এই নতুন জ্যোতির নাম সাদিয়া আয়মান। মিষ্টি হাসির তরুণী সময়ের তুমুল আলোচিত অভিনেত্রীদের একজন। ক্যারিয়ারের মাত্র কয়েক বছরে অভিনয়ের মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। নাটকের মধ্য দিয়ে শোবিজে পা রাখার পরপরই ব্যস্ত হয়ে পড়েন বিজ্ঞাপনচিত্রে। প্রায় অর্ধশত বিজ্ঞাপনের মডেল হয়ে চমক দেখিয়েছেন আইমান। ইদানীং বিজ্ঞাপনে দেখা না গেলেও নিয়মিত অভিনয় করছেন নাটক ও ওটিটি পস্ন্যাটফর্মে। অভিনয় ও ব্যক্তি জীবনের নানা বিষয় নিয়ে কথা বলেছেন তারার মেলার সঙ্গে। লিখেছেন মাসুদুর রহমান
নতুনধারা
  ২৭ জুলাই ২০২৩, ০০:০০

'পাঁচ বছর আগেও ভাবিনি আমি অভিনেত্রী হব। নাটকে কাজ করব আর দর্শক আমার অভিনয়ে মুগ্ধ হবেন। এত অল্প সময়ে এত্ত কিছু- এটা কল্পনাতেও ছিল না। আসলে ভাগ্যলক্ষ্ণী সাড়া দিলে অল্পতেই সফলতা মেলে। ভাগ্য আমার অনুকূলে বলেই আজ আমি অভিনেত্রী হিসিবে পরিচিত।' কথাগুলো বলছিলেন সাদিয়া আয়মান। প্রায় দুই সপ্তাহ লাইট-ক্যামেরার বাইরে তিনি। ঈদের পর শুটিংয়ে ফিরলেও কাজ করেছেন মাত্র দু/তিনটি। হাতে কাজ নেই তা কিন্তু নয়, প্রতিনিয়তই প্রস্তাব আসছে তার কাছে। তবে নতুন হলেও বেছে বেছে অভিনয় করেন তিনি। নতুনদের বেলায় সাধারণ এমনটা দেখা না গেলেও কেবল ব্যতিক্রম সাদিয়া। বলেন, 'আগে সুযোগ পেলেই কাজ করতাম এখন করছি না বিষয়টি এমন নয়। ক্যারিয়ারের শুরু থেকেই আমি বেছে বেছে কাজ করছি। সংখ্যার চেয়ে মানকে গুরুত্ব দিয়ে আসছি। মানহীন কাজের সঙ্গে নিজেকে জড়াতে চাই না। তাছাড়া বেশি কাজ করাও আমার পছন্দ নয়।'

বুধবার নতুন একটি নাটকের শুটিং করেন সাদিয়া। 'এমন একটা তুমি' শিরোনামের রোমান্টিক নাটকে তার সঙ্গে জুটি বেঁধেছেন তৌসিফ মাহবুব। শুটিং হয়েছে রাজধানীর উত্তরায়। রোমান্টিক হলেও নাটকের গল্পটি ব্যতিক্রম বলে জানান এই অভিনেত্রী। গল্প না চরিত্র- কোনটার গুরুত্ব বেশি এবং কোনটাকে প্রাধান্য দিয়ে আসছেন এই মডেল অভিনেত্রী? জবাবে তিনি বলেন, 'গল্প ও চরিত্র দুটোই নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমি দুটোকেই গুরত্ব দিই। আপনি যত ভালো অভিনয়ই করেন গল্প ভালো না হলে দর্শক সেটি গ্রহণ করবেন না। আবার গল্প ভালো চরিত্র ভালো না, অভিনয়ে প্রাণ নেই সেটিও দর্শক মেনে নেবেন না। গল্প ও চরিত্র ওতপ্রোতভাবে জড়িত। তবে আমি গল্পকেই প্রাধান্য দিই।'

গত ঈদে প্রায় ডজনখানেক নাটকে অভিনয় করেছেন সাদিয়া আয়মান। প্রচারে এসেছে নয়টি নাটক। প্রতিটি নাটকের গল্প ছিল ভিন্ন। দর্শকরা প্রশংসা করেছেন তার অভিনয়ের। দর্শক হয়ে নিজেও উপভোগ করেছেন তার প্রচারিত প্রতিটি ঈদের নাটক। নিজের অভিনয় নিয়ে ভালোলাগা কখনো কখনো একটু মন্দ লাগা কাজ করলেও ইমোশনাল হয়ে পড়েন 'সুখ অসুখ' নাটকটি দেখে। বলেন, 'পথিক সাধন পরিচালিত এই নাটকটি দেখে সত্যিই আমি একুট ইমোশনাল হয়ে পড়েছিলাম। গল্পটি সত্যিই হৃদয় ছুঁয়ে গেছে। এ নাটকে আমার বিপরীতে অভিনয় করেছেন খাইরুল বাশার। এছাড়া 'আজ আকাশে চাঁদ নেই' নাটকটিও আমার কাছে ভালো লেগেছে। মারুফ হোসাইন সজিব পরিচালিত এ নাটকেও আমার সহশিল্পী ছিলেন খাইরুল বাশার।'

২০১৮ সালে ইমরাউল রাফাত পরিচালিত 'টু বি ওয়াইফ' নাটকে অভিনয়ের মধ্য দিয়ে শোবিজে পা রাখেন সাদিয়া আয়মান। তবে আলোচনায় আসেন মিজানুর রহমান আরিয়ানের 'ফুলের নামে নাম' নাটক দিয়ে। এরপর অনেক নাটকে অভিনয় করেন। বিজ্ঞাপনেও দর্শক মাতান। রবির একটি বিজ্ঞাপনে প্রথম দেখা যায় তাকে। এরপর নেসক্যাফে, অপ্পো, লিভন, বিকাশ, প্যারাসুট, বোরো পস্নাস, ইস্পাহানি মির্জাপুর চা, গ্রামীণফোনসহ ৪০টিরও বেশি বিজ্ঞাপনের মডেল হন তিনি। বিজ্ঞাপনে আলো ছড়াও গত এক বছরে এই মাধ্যমে কোনো কাজ করেননি এই অভিনেত্রী। এই নিয়ে তিনি বলেন, 'সর্বশেষ বিজ্ঞানে কাজ করেছিলাম গত বছরের জুনে। সেটি ছিল বার্জার পেইন্টের। এর পর অনেক প্রস্তাব পেলেও চিত্রনাট্য পছন্দ না হওয়াই করা হয়নি। একটি কাজ করব সেখানে যদি ম্যাসেস না থাকে তাহলে করে লাভ কি। শুধু কাজ নয়, তার সঙ্গে মানটাও জরুরি। মানহীন কাজের সঙ্গে নিজেকে জড়াতে চাই না।' নাটক ও বিজ্ঞাপনে মুগ্ধতা ছড়ালেও আলোচিত এই অভিনেত্রীর দেখা মেলেনি রুপালি পর্দায়। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত 'কাজল রেখা' সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করলেও তা আলোর মুখ দেখেনি। প্রথম সিনেমা নিয়ে সাদিয়া বলেন, 'আমার সৌভাগ্য গিয়াস উদ্দিন সেলিম ভাইয়ের মতো একজন পরিচালকের সিনেমায় অভিনয় করা হয়েছে। এটি আমার প্রথম সিনেমা। এর শুটিংসহ সবকিছুই শেষ হয়েছে। সম্ভবত সামনের বছরের শুরুর দিকে সিনেমাটি মুক্তি পাবে।'

'কাজল রেখা'র পর অনেক সিনেমার প্রস্তাব পেয়েছেন সাদিয়া। কিন্তু নিজেকে যাচাই করে পরের সিনেমায় চুক্তিবদ্ধ হতে চান তিনি। জোয়ারে গা না ভাসিয়ে চলতে চান ভেবে চিন্তে। তাই সিনেমার পরিকল্পনা নিয়ে আইমান বলেন, 'কাজল রেখা'য় কাজ করার সুবাধে সিনেমার অনেক প্রস্তাব পেয়েছি। প্রায়ই সিনেমার প্রস্তাব আসে। তবে আমি চাই, ভালো কিছু করতে। প্রথম সিনেমার চেয়ে পরের সিনেমার কাজ যেন আরও ভালো হয়। তাই একটু চিন্তাভাবনা করেই কাজ করব। পরিচালক, গল্প ও চরিত্র সবকিছুই ভালোমতো দেখে কাজ করতে চাই।'

চলচ্চিত্রে দেখা না গেলে ওটিটি পস্ন্যাটফর্মে ঝলক ছড়িয়েছেন সাদিয়া। যিনি শিহাব শাহীন পরিচালিত ওয়েব ফিল্ম 'মায়াশালিক'-এ অভিনয় করে দারুণ সাড়া ফেলেছেন। এরপর গত ঈদে আরটিভিতে প্রচারিত হয়েছে তার আরও একটি ওয়েব ফিল্ম 'ফাঁদ'। নতুন আরেকটি ওয়েব কনটেন্ট নিয়ে কাজ করছেন বলে জানান। সাদিয়া বলেন, 'চরকির জন্য নতুন একটি কাজ করেছি। শুটিং শেষ হয়েছে খুব শিগগিরই এটি প্রচারে আসবে। এখানে একেবারইে ব্যতিক্রম চরিত্রে দেখা মিলবে আমার। যে চরিত্রে এর আগে আমাকে কখনো পাইনি দর্শক।' একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করছেন সাদিয়া। লেখাপড়ার পাঠ চুকিয়ে আইনজীবী হবেন না পেশা হিসেবে অভিনয়কেই বেছে নেবেন তিনি? কোনো কিছু না ভেবেই জবাবে বলেন, 'পরিকল্পনা নিয়ে অভিনয়ে না এলেও এখন অভিনয় এ্যানজয় করছি। নিজেকে ভাঙতে পারছি, নানা চরিত্র নিয়ে খেলা করছি। ভালোলাগে অভিনয় করতে। তাই অভিনয় নিয়েই থাকতে চাই।' অভিনয় ক্যারিয়ারে চাকচিক্য থাকলেও সময়টা সবার সমান যায় না। উত্থান-পতনের ঢেউ খেলা করে অনেকের জীবনে। তবে কারো কারো জীবন এগিয়ে চলে সাফল্যের সিঁড়ি বেয়ে।

১০ বছর পর সাদিয়া নিজেকে কোন অবস্থানে দেখতে চান? এই অভিনেত্রী আমাদের আলাপচারিতার শুরুর মতো বলেন, আসলে ১০ বছর পর ভাগ্য কোথায় গিয়ে দাঁড়ায় তা বলা মুশকিল। তবে মানুষ হিসেবে যেমন আছি, সেটাই যেন থাকি। অভিনেত্রী হিসেবে একটা ভালো অবস্থানে দেখতে চাই।' অভিনয়ই এখন যার ধ্যানজ্ঞান, সেই অভিনয়ে আসার কোনো পরিকল্পনাই ছিল না সাদিয়ার। হঠাৎ করেই আসা শোবিজে। ২০১৯ সালে বিশ্ববিদ্যালয়ের সেমিস্টারের বিরতির মধ্যে নির্মাতা ইমরাউল রাফাতের কথা হয় ফেসবুকে। রাফাত 'টু বি ওয়াইফ' নাটকের জন্য নতুন মুখ খুঁজছিলেন। সাদিয়াকে প্রস্তাব দিলে তিনি অনেকটা শখের বশেই হুট করে রাজি হয়ে যান। ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রথম অভিজ্ঞতা নিয়ে এই আইমান বলেন, 'অভিনেত্রী হবো এটা আমার কোনো পরিকল্পনা ছিল না। হঠাৎ করেই আসা। ক্যামেরার সামনে দাঁড়ানোর সময় খুব ভয় কাজ করছিল। নার্ভাস ছিলাম। পরিচালক সাহস দিলেন। আমিও ভাবলাম দাঁড়িয়েছিই যখন তখন কিছু একটা করতে হবে। মানুষ আমাকে নিয়ে হাসবে এটা হতে দেওয়া যাবে না।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে