রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নতুন পরিচয়ে তুহিন

বিনোদন রিপোর্ট
  ১১ জানুয়ারি ২০২৪, ০০:০০

গানের জন্যই পরিচিত তানজীর তুহিন। প্রায় দুই দশকের বেশি সময় ধরে সুর-সঙ্গীতে মাতিয়ে চলেছেন তিনি। দীর্ঘদিন 'শিরোনামহীন'-এ যুক্ত ছিলেন। এরপর সেই ব্যান্ড ছেড়ে গড়ে তুলেছেন 'আভাস'। বর্তমানে এই ব্যান্ড নিয়েই তার ব্যস্ততা। এসবের মাঝে এবার নতুন পরিচয়ে হাজির হতে যাচ্ছেন এই গায়ক। সেটা গল্পকার হিসেবে। আসন্ন বইমেলায় প্রকাশ পেতে যাচ্ছে তার লেখা গল্পগ্রন্থ 'আহত কিছু গল্প'। এর আগে গীতিকার হিসেবে পাওয়া গেছে তুহিনকে। তবে গল্পকার তুহিনের আত্মপ্রকাশ হচ্ছে এবারই প্রথম।

আহত কিছু গল্প নামটি তার একই শিরোনামের একটি গান থেকে নেয়া। যেটি প্রকাশ পেয়েছিল শিরোনামহীন ব্যান্ডের ভোকালিস্ট থাকাকালীন। বইটি নিয়ে তুহিন বলেন, প্রতিমুহূর্তেই কিছু না কিছু গল্পের জন্ম হয়। কিছু আনন্দের, কিছু দুঃখের, কিছু বিস্ময়ের, মজার, হাসি-কান্নার, সাহসের। কিছু গল্প প্রাত্যহিক, কিছু গল্প স্বাভাবিক। পর মুহূর্তেই গল্পগুলো অতীত হয়ে যায়। সব গল্পই আমার জন্য সত্য ও শিক্ষণীয় মানুষ হয়ে বেড়ে ওঠার জন্য। সব গল্পকেই আমি বিশ্বাস করি, ধারণ করি। হারিয়ে ফেলা সময়ের গল্পগুলো আমাকে আহত করে। সেই হারিয়ে যাওয়া সুন্দর, কষ্টের, বোধের গল্পগুলোকে নিয়েই এই আহত কিছু গল্প। জানা গেছে, বইটি প্রকাশ পাচ্ছে কিংবদন্তি পাবলিকেশন থেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে