বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

ভেড়ামারায় ফ্রেন্ডস ফোরামের কম্বল বিতরণ

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
  ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০২
ভেড়ামারায় ফ্রেন্ডস ফোরামের কম্বল বিতরণ

দেশের শীর্ষস্থানীয় বহুল প্রচারিত জাতীয় পত্রিকার পাঠকদের সমন্বয়ে গঠিত হয়েছে ‘দৈনিক যায়যায়দিন’ ফ্রেন্ডস ফোরামের কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা শাখার উদ্যোগে বুধবার চেতনায় কুষ্টিয়া মিডিয়া লি. কার্যলয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অসহায় ও দুস্থ্যদের মধ্যে কম্বল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা শাখার সভাপতি ও ভেড়ামারা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুল আলীম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক হিসনা বাণী পত্রিকার প্রকাশক সম্পাদক আরিফুজ্জামান লিপটন, ভেড়ামারা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এস এম আবু ওবাইদা আল মাহাদী, দৈনিক যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের ভেড়ামারায় উপজেলা শাখার সহ-সভাপতি সোহেল রানা, ফয়সাল আহমেদ, বকুল কুমার দেবনাথ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, দৈনিক যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের ভেড়ামারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাজী এহসানুল হক সুমন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে