বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১

ইন্দুরকানীতে ফ্রেন্ড ফোরামের আহবায়ক কমিটি গঠন

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
  ২১ মে ২০২৪, ১০:১৬
আপডেট  : ২১ মে ২০২৪, ১০:৩৪
ছবি-যায়যায়দিন

দৈনিক যায়যায়দিন পত্রিকার বন্ধুপ্রতীম সহযোগী সংগঠন ‘যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম’র ২১ সদস্যের ইন্দুরকাী উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে ২০ মে সোমবার সকালে সরকারি ইন্দুরকানী কলেজ ইসলামী স্টাডিজ ভবনে এক মনোমুগ্ধকর অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে আহবায়ক কমিটিগঠন করা হয়।

ইন্দুরকানী কলেজের সহযোগী অধ্যাপক জাকারিয়া হোসেনের সভাপতিত্বে এবং মোঃ আব্দুল্লা লাবিবের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম ইনন্দুরকানী উপজেলা আহবায়ক কমিটি ঘোষণা বিশিষ্ট শিক্ষাবীদ ও সমাজ সেবক মোঃ ইউনুস তালুকদার।

নানা আয়োজনের মধ্যদিয়ে ‘বন্ধুত্ব করি দেশ গড়ি’ শ্লোগান নিয়ে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম উপজেলা আহবায়ক কমিটির আত্মপ্রকাশ করে। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন আহবায়ক কমিটির উপদেষ্ঠা ও দৈনিক যায়যায়দিন পত্রিকার ইন্দুরকাী প্রতিনিধি আবুল কালাম গাজী।

যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের ইন্দুরকানীর আহবায়ক অধ্যপক জাকরিয়া হেসেন, যুগ্ম আহবায়ক ইন্দুরকাী কলেজের প্রভষক ইউুনুস তলুকদার,বীর মুক্তি যোদ্ধা আঃ লতিফ হওলাদার,মোঃ ইউসুফ আলী সেখ, সদস্য সচিব হলেনঃ- প্রভাষক লিটু রানী হালদার, যুগ্ম সদস্য সচিব হলেন, আব্দুল্লা লাবিব, ৩য় যুগ্ম সদস্য সচিব সিয়ির সাংবাদিক মেঃ হাফিজুর রহমান। সদস্যরা হলেন, ইন্দুরকানী কলেজের প্রভাষক মাওলানা আমিরুল ইসলাম, সমাজ সেবক মোঃ কামরুল ইসলাম,সাংবাকাদিক এইচ এম বাশার, শিক্ষার্থী মলিহা তাবাসুম ইলমা, শেখ জোবায়দা, আফসানা আক্তার, মিথিলা মলি বিশ^াষ, শিক্ষক মোঃ জসিম উদ্দিন, শিক্ষার্থী সুদিপ্ত বিশ^াষ, ও আব্দুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা বলেন, আমরা দেশের জন্য, দেশের মানুষের কল্যাণে পাশে থাকতে চাই, কাজ করতে চাই। সহযোগিতা করতে চাই। দেশের প্রাকৃতিক দূর্যোগে, জনকল্যাণে, বৃক্ষ রোপনে, অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে স্বোচ্ছার হতে চাই। দলমত নির্বিশেষে নানা শ্রেণিপেশার মানুষের ভালোবাসায় এই বন্ধু সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে চাই ।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে