শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দেশে করোনা শনাক্তের ঊর্ধ্বগতি অব্যাহত, মৃত্যু ১

যাযাদি ডেস্ক
  ২৩ জুন ২০২২, ১৭:৩২

দেশে করোনাভাইরাসের সংক্রমণ অব্যাহতভাবে বেড়ে চলেছে গত এক দিনে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে আর নতুন করে ভাইরাসটিতে শনাক্ত হয়েছে এক হাজার ৩১৯ জনের শরীরে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়ে ১৪ দশমিক ৩২ শতাংশে

বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৮৮০টি করোনা পরীক্ষাগারে মোট নয় হাজার ২১৮টি নমুনা সংগ্রহ করা হয় এর মধ্যে পরীক্ষা করা হয় নয় হাজার ২১৪টি নমুনা নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৪২ লাখ ৫৯ হাজার ছয়টি পরীক্ষায় এক হাজার ৩১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে ফলে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৬০ হাজার ৫২৮ জনে

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার দাঁড়িয়েছে শতকরা ১৪ দশমিক ৩২ ভাগ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২৩ ভাগ এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৯ ভাগ

অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে ফলে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১৩৫ জন নতুন করে মৃত ব্যক্তি একজন নারী ষাটোর্ধ্ব ওই নারী ঢাকার বাসিন্দা এবং তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন

এছাড়া করোনায় এখন পর্যন্ত মৃতদের মধ্যে মোট ১৮ হাজার ৬০০ জন পুরুষ (৬৩ দশমিক ৮৪ ভাগ) ১০ হাজার ৫৩৫ জন নারী (৩৬ দশমিক ১৬ ভাগ) রয়েছেন এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১২৭ জন নিয়ে মোট সুস্থের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লাখ ছয় হাজার ২৩২ জনে

২০১৯ এর ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সময়ের ব্যবধানে পৃথিবীজুড়ে মহামারিতে রূপ নেয় বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয় ২০২০ সালের মার্চ এর ১০ দিনের মাথায় ওই বছরের ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে