শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস চালু হচ্ছে আরও ১০০ হাসপাতালে

যাযাদি ডেস্ক
  ০২ মে ২০২৩, ১৮:১৭
চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস চালু হচ্ছে  আরও ১০০ হাসপাতালে
চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস চালু হচ্ছে আরও ১০০ হাসপাতালে

দেশের আরও ১০০টি হাসপাতালে চিকিৎসকদের সান্ধ্যকালীন সেবা শুরু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আগামী সপ্তাহের মধ্যেই এ সেবা চালু হবে।

বুধবার (২ মে) দুপুরে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এতে চিকিৎসক ও রোগী সবাই সন্তুষ্ট। আগামী সপ্তাহের মধ্যে ১০০টি প্রতিষ্ঠানে এই সান্ধ্যকালীন সেবা শুরু করা হবে বলে পরিকল্পনা করা হয়েছে। আগামী অল্পদিনের মধ্যে কার্যক্রম শুরু করে দেব।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে