সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০
walton

ফের চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, একদিনে হাসপাতালে ৮০ রোগী

যাযাদি ডেস্ক
  ২৭ মে ২০২৩, ১৯:২১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে নতুন করে ৮০ জন রোগী ভর্তি হয়েছেন। চলতি বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ রোগীর ভর্তির রেকর্ড।যদিও এই সময়ে কারও মৃত্যু হয়নি।

শনিবার (২৭ মে) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে বর্তমানে সারা দেশে সর্বমোট ২০২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৭৬ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৬ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৩ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২৭ মে পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ হাজার ৭০৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ১১৯ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৫৮৫ জন ভর্তি হয়েছেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে