শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

আরও ১২ জনের মৃত্যু ডেঙ্গুতে, হাসপাতালে ভর্তি ১৪৭০

যাযাদি ডেস্ক
  ১৪ নভেম্বর ২০২৩, ১৮:৫৯
আরও ১২ জনের মৃত্যু ডেঙ্গুতে,  হাসপাতালে ভর্তি ১৪৭০
আরও ১২ জনের মৃত্যু ডেঙ্গুতে, হাসপাতালে ভর্তি ১৪৭০

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৯৬ জনে।

এছাড়া, এসময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৪৭০ জন ডেঙ্গুরোগী। ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৫ হাজার ৯০৫ জন ডেঙ্গুরোগী।

মঙ্গলবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সোমবার (১৩ নভেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক হাজার ৪৭০ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৩১৯ এবং ঢাকার বাইরের এক হাজার ১ হাজার ১৫১ জন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১২ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৭ জন, ঢাকার বাইরের ৫ জন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে