শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

দুজনের মৃত্যু ডেঙ্গুতে, হাসপাতালে ভর্তি ৫৩৭

যাযাদি ডেস্ক
  ০৭ ডিসেম্বর ২০২৩, ২০:৪৯
দুজনের মৃত্যু ডেঙ্গুতে, হাসপাতালে ভর্তি ৫৩৭
দুজনের মৃত্যু ডেঙ্গুতে, হাসপাতালে ভর্তি ৫৩৭

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩৭ জন।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ২ হাজার ৫৭১ জন। আর চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৬৪৩ জন।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়া রোগীদের ১০৮ জন ঢাকার বাসিন্দা। আর ঢাকার বাইরের ৪২৯ জন। এ ছাড়া দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ৬৭৫ জন ঢাকার এবং ১ হাজার ৮৯৬ জন ঢাকার বাইরে।

দেশে চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ৩ লাখ ১৬ হাজার ১৬০ জন। তাদের ১ লাখ ৮ হাজার ৭৫৪ জন ঢাকায় এবং ২ লাখ ৭ হাজার ৪০৬ জন ঢাকার বাইরে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে