সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

'হুয়াওয়ে' ২০৩০ সালের মধ্যে ৬জি প্রযুক্তি আনবে

যাযাদি ডেস্ক
  ২০ এপ্রিল ২০২১, ২০:১৬
'হুয়াওয়ে' ২০৩০ সালের মধ্যে ৬জি প্রযুক্তি আনবে
'হুয়াওয়ে' ২০৩০ সালের মধ্যে ৬জি প্রযুক্তি আনবে

হুয়াওয়ে ২০৩০ সালের মধ্যে ৬জি নেটওয়ার্ক চালু করতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির রোটেটিং চেয়ারম্যান এরিক শু। দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের শেনজেনে সম্প্রতি অনুষ্ঠিত হুয়াওয়ে গ্লোবাল অ্যানালিস্ট সামিটে তিনি এ ঘোষণা দেন।

হুয়াওয়ে বর্তমানে সিক্সজি সম্পর্কিত দুটি বিষয়ে কাজ করছে। এরিক শু বলেন, ‘৬জি আসলে কী তা ঠিক করতে শিল্পখাত সংশ্লিষ্টদের সঙ্গে কাজ করছি। ৬জি কেমন হবে সে ব্যাপারে আমরা ব্যবসায়িক প্রতিষ্ঠান ও গ্রাহকদের সঙ্গে আলোচনা করতে চাই। এছাড়াও আমাদের লক্ষ্য ও ৬জির সম্ভাব্য সংজ্ঞা অনুসারে, মৌলিক বিজ্ঞান এবং সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে গবেষণা করছি। যাতে আমরা একসঙ্গে ৬জির বিষয়ে যে কাজ করছি তার গুরুত্ব অনুধাবন করতে পারি।’

তিনি আরও বলেন, ‘হুয়াওয়ে ২০ বছরের বেশি সময় ধরে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে কাজ করছে। এই অঞ্চলের বিভিন্ন শিল্পখাতের ডিজিটাল রূপান্তরে সহায়তার যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। আমি বিশ্বাস করি, এটি হুয়াওয়ের জন্য একটি বিশেষ সুযোগ। এ চেষ্টার ফলে আমরা এশিয়া-প্যাসিফিক অঞ্চলের রূপান্তর প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারব। আমাদের উন্নত প্রযুক্তি ও ডিজিটাল রূপান্তরের অভিজ্ঞতা এই অঞ্চলের প্রতিটি দেশের শিল্পখাত, ব্যবসা ও সরকারি ক্ষেত্রে কাজে লাগাতে পারব।’

অনুষ্ঠানে হুয়াওয়ে শিল্পখাতে ৬জি উন্মোচনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। আর এজন্য ৬জি নিয়ে একটি বিশেষ শ্বেতপত্র (হোয়াইট পেপার) প্রকাশিত হতে যাচ্ছে। এ শ্বেতপত্র প্রযুক্তিখাতে নিয়ন্ত্রক, সংশ্লিষ্ট ব্যক্তিদের ও প্রতিষ্ঠানদের এ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করবে। শীঘ্রই শ্বেতপত্রটি উন্মোচন করা হবে।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে