শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

যাযাদি ডেস্ক
  ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৭
ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

এবার ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার। দেশটির প্রধান বাণিজ্যিক কেন্দ্র ও সাবেক রাজধানী ইয়াঙ্গুন ও তার আশপাশের এলাকাগুলোতে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

দেশটির স্থানীয় সময় শনিবার রাত ৮টা ৫৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের বরাতে এফএফপি জানায়, শনিবার স্থানীয় সময় রাত ৮ টা ৫৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। ইয়াঙ্গুন থেকে ৩৯ কিলোমিটার উত্তরে এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল।

এতে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রায় ৮০ লাখ মানুষের বাস মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনে। মিয়ানমারে ভূমিকম্প প্রায় নিয়মিত একটি প্রাকৃতিক দুর্যোগ। দেশটির আয়তন ৬ লাখ ৭৬ হাজার ৫৭০ বর্গকিলোমিটার।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে