শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, শিশুসহ নিহত ১১

যাযাদি ডেস্ক
  ০৭ জানুয়ারি ২০২৪, ১৩:১৮
ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, শিশুসহ নিহত ১১

ইউক্রেনের পূর্বাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে এখন পর্যন্ত ১১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ জন শিশু রয়েছে। আঞ্চলিক গভর্নরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

আঞ্চলিক গভর্নর ভাদিম ফিলাশকিন এক টেলিগ্রাম পোস্টে বলেন, শনিবার (৬ জানুয়ারি) ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের পোকরভস্ক শহরে রাশিয়া এস-৩০০ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ভাদিম ফিলাশকিন বলেন, শত্রুরা বেসামরিক নাগরিকদের ওপর নিষ্ঠুরভাবে হামলা করছে এবং দুর্দশা নিয়ে আসার চেষ্টা করছে।

এদিকে ওইদিনই সন্ধ্যায় এক ভিডিও বার্তায় রুশ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রুশ বাহিনীরা আবাসিক এলাকা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। রাশিয়ার এসব হামলার পরিণতি অনুভব করা উচিত।

এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে ইউক্রেনীয় কর্মকর্তাদের প্রকাশিত ছবিতে উদ্ধারকর্মীদের একটি ভবনের ধ্বংসস্তুপের নিচে অনুসন্ধান চালাতে দেখা গেছে। এছাড়াও একটি পুড়ে যাওয়া গাড়িও দেখা গেছে।

তবে এখন পর্যন্ত শনিবারের হামলার বিষয়ে কোনও মন্তব্য করেনি রাশিয়া।

দোনেৎস্কের উত্তর-পশ্চিমে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত পোকরভস্ক বর্তমানে যা রুশ বাহিনীর দখলে আছে। ইউক্রেন যুদ্ধ শুরুর আগে শহরটির জনসংখ্যা ছিল প্রায় ৬০ হাজার। তবে শহরটিতে বিপদ সতর্কতা থাকলেও এখন অনেকেই শহরে ফিরে এসেছেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে