মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর দখলের দ্বারপ্রান্তে রাশিয়া

যাযাদি ডেস্ক
  ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫৭
ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর দখলের দ্বারপ্রান্তে রাশিয়া

ইউক্রেনের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর আবদিভকা দখলের দ্বারপ্রান্তে রয়েছে রুশ সেনারা। এই শহরে গত কয়েক মাস ধরে দুই দেশের সেনাদের মধ্যে তীব্র লড়াই হয়েছে। আমেরিকার পক্ষ থেকে জানানো হয়েছে, যে কোনো মুহূর্তে শহরটি রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাবে। তথ্যসূত্র : বিবিসি

ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার বরাতে স্থানীয় সময় বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন আমেরিকার নিরাপত্তা পরামর্শক জ্যাক সালিভান। তিনি বলেছেন, রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাওয়ার ঝুঁকিতে রয়েছে আবদিভকা। তার দাবি, পর্যাপ্ত যুদ্ধাস্ত্রের অভাবে শহরটি হারাতে যাচ্ছে ইউক্রেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যতগুলো সম্ভব ততগুলো ইউক্রেনীয় জীবন বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি।

রাশিয়ার সেনারা আবদিভকার দিকে অনেকটা এগিয়ে গেছে। এখন তারা যে কোনো মুহূর্তে শহরটি ঘিরে ফেলতে পারে।

দুই বাহিনীর লড়াইয়ে আবদিভকা শহরটি ধ্বংসস্ত‚পে পরিণত হয়েছে। ইউক্রেনের দোনেৎস্কে ঢোকার একটি প্রবেশদ্বার হিসেবে বিবেচনা করা হয় শহরটিকে। ২০১৪ সালে দোনেৎস্কের বড় একটি অংশ দখল করেছে রুশ সমর্থিত মিলিশিয়ারা। এরপর ২০২২ সালে দোনেৎস্ক অঞ্চল অধিগ্রহণ করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে