বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

পাকিস্তানি গুপ্তচর সন্দেহে ভারতে গ্রেপ্তার ১০

যাযাদি ডেস্ক
  ২১ মে ২০২৫, ১৪:১০
পাকিস্তানি গুপ্তচর সন্দেহে ভারতে গ্রেপ্তার ১০
ইউটিউবার জ্যোতি মালহোত্রা ও ছাত্র দেবেন্দ্র সিং। ছবি : সংগৃহীত

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি, আর এই অভিযোগে ইউটিউবার, ব্যবসায়ী, ছাত্রসহ বিভিন্ন পেশার ১০ জনেরও বেশি নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে ভারতের বিভিন্ন রাজ্যের পুলিশ।

এদের মধ্যে সবচেয়ে আলোচিত ভারতের হরিয়ানার বাসিন্দা ও ইউটিউবার জ্যোতি মালহোত্রা।

1

তিনি ‘ট্রাভেল ভ্লগ’ বানানোর জন্য কয়েকবার পাকিস্তান সফর করেন।

হরিয়ানা পুলিশের দাবি, দিল্লিতে পাকিস্তান দূতাবাসের কর্মকর্তার সঙ্গে তার যোগাযোগ ছিল।

ওই কর্মকর্তা আহসান-উর-রহিমকে ভারত সরকার সম্প্রতি বহিষ্কার করেছে। এরপরই জ্যোতি মালহোত্রাকে আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, মালহোত্রা নিয়মিত এক পাকিস্তানি নাগরিকের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং সেনাবাহিনীর সংক্রান্ত সংবেদনশীল তথ্য পাচার করতেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

এছাড়া পাঞ্জাবের মালেরকোটলা থেকে গজালা ও ইয়ামিন মুহাম্মদ নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তাদের বিরুদ্ধে অভিযোগ, অনলাইনে অর্থের বিনিময়ে পাকিস্তান দূতাবাসে গোপন তথ্য সরবরাহ করতেন এবং স্থানীয় এজেন্টদের মধ্যে অর্থ বিতরণ করতেন।

অন্যদিকে অপারেশন ‘সিন্দুর’ চলাকালীন ভারতের সেনা চলাচল এবং গুরুত্বপূর্ণ স্থাপনাসংক্রান্ত তথ্য পাকিস্তানে পাচারের অভিযোগে আরও কয়েকজনকে আটক করা হয়েছে।

উত্তরপ্রদেশের মোরাদাবাদ থেকে শাহজাদ নামে একজন ব্যবসায়ী এবং হরিয়ানার কৈথল জেলা থেকে দেবেন্দ্র সিং ধিলোঁ নামে এক ছাত্রকে গ্রেপ্তার করা হয়।

পাঞ্জাব ও হরিয়ানায় আরও কয়েকজনকে একই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে