বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

সাতকানিয়ায় লাইসেন্স না থাকায় ৪ রেস্তোরাঁকে জরিমানা

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২১ মে ২০২৫, ২১:১৩
সাতকানিয়ায় লাইসেন্স না থাকায় ৪ রেস্তোরাঁকে জরিমানা
ছবি : যায়যায়দিন

চট্টগ্রামের সাতকানিয়ায় জেলা প্রশাসকের কার্যালয় কর্তৃক ইস্যুকৃত লাইসেন্স না থাকায় ৪ রেস্তোরাঁকে জরিমানাকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২১ মে) বিকাল ৫ টার দিকে সাতকানিয়া উপজেলার বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চালিয়ে বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন ২০১৪ এর সংশ্লিষ্ট ধারায় ফুচকা ফেস্টিভ, লাইম উড, ফ্যামিলি ডাইন ও কেরানিহাট ফুডসকে এ অর্থদণ্ড প্রদান করা হয়।

1

এ অভিযান পরিচালনা করেন, সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।

অভিযানকালে সাতকানিয়া সরকারি রোডের ফুচকা ফেস্টিভের মালিক মো. ইরফানকে ৩ হাজার টাকা, হাসমতের দোকানের লাইম উড রেস্টুরেন্টের মালিক আল মামুনকে ৫ হাজার টাকা, কেরানিহাটের ফ্যামিলি ডাইনের মালিক হুমায়ুন কবিরকে ৩ হাজার টাকা ও একই এলাকার কেরানিহাট ফুডসের মালিক মোহাম্মদ সোলেইমানকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে লাইসেন্স না থাকায় ৪টি রেস্তোরাঁকে ১৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে