বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

টেকনাফ প্রেস ক্লাবের কমিটি গঠিত: আহ্বায়ক-কালাম, সদস্য- সচিব সাইফী 

টেকনাফ প্রতিনিধি
  ২১ মে ২০২৫, ২১:১৫
টেকনাফ প্রেস ক্লাবের কমিটি গঠিত: আহ্বায়ক-কালাম, সদস্য- সচিব সাইফী 
ছবি : যায়যায়দিন

সংস্কার, পূর্ণগঠন, কর্মরত সাংবাদিকদের দ্বিধা বিভক্তি নিরসন ও ঐক্যবদ্ধের লক্ষ্যে টেকনাফ প্রেস ক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত হয়েছে।

বুধবার (২১ মে) টেকনাফ প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেস ক্লাবের প্রতিনিধি ও সিনিয়র সদস্য দৈনিক ইনকিলাবের কক্সবাজার বু্রো প্রধান শামসুল হক শারেক।

1

সাংবাদিক ইব্রাহিম মাহমুদের কোরআন তেলাওয়াত ও নোমান হাশেমির নাতে রাসুল পরিবেশনের মধ্য দিয়ে অন্যান্যদের মধ্যে টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ বেতারে প্রতিনিধি আবুল কালাম আজাদ, নির্বাহী সদস্য সাইফুল ইসলাম সাইফী, ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সভাপতি সময়ের কন্ঠস্বরের প্রতিনিধি গিয়াস উদ্দিন ভুলু, সাধারণ সম্পাদক দৈনিক সুপ্রভাত বাংলাদেশের প্রতিনিধি জিয়াবুল হক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও যায়যায়দিন প্রতিনিধি আরাফাত সানি, জাতীয় নাগরিক পার্টি -এনসিপি প্রতিনিধি নোমান অরুপ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি আব্দুর রহমান, সাফুল ইসলাম, আতিকুর রহমান প্রমুখ।

এতে সকল সাংবাদিকদের সম্মতিক্রমে আবুল কালাম আজাদকে আহ্বায়ক, সিদ্দিকুর রহমানকে যুগ্ম-আহ্বায়ক, সাইফুল ইসলাম সাইফীকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট এডহক কমিটি ঘোষণা করা হয়।

কর্মরত সাংবাদিকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন দৈনিক কালের কন্ঠের টেকনাফ প্রতিনিধি জাকারিয়া আলফাজ, মাল্টিমিডিয়া প্রতিনিধি রহমত উল্লাহ, মোহনা টেলিভিশনের প্রতিনিধি আবছার কবির আকাশ, দৈনিক যুগান্তরের প্রতিনিধি নাছির উদ্দীন রাজ, দৈনিক সংবাদের প্রতিনিধি শাহ আলম বিপ্লব, জনকণ্ঠের প্রতিনিধি আমিনুল ইসলাম বাধন, ঢাকা টাইমসের প্রতিনিধি সাইফুদ্দিন আল মোবারক, দৈনিক বায়েজিদ প্রতিনিধি হাবিবুর রহমান, সময়ের আলো প্রতিনিধি শেখ রাসেল, ভোরের সময়ের প্রতিনিধি এস এন কায়সার জুয়েল, দৈনিক বুলেটিন প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক সৈকতের প্রতিনিধি এম এ হাছান, দৈনিক সমাচারের প্রতিনিধি মোহাম্মদ শহিদুল্লাহ, দৈনিক প্রতিদিনের চিত্র প্রতিনিধি আনোয়ার হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে