আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট নব্য জেএমবির এক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম
রবিবার (২৪ জানুয়ারি) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার (২৩ জানুয়ারি) রাতে রাজধানীর দারুস সালাম থানা এলাকায় অভিযান চালিয়ে নব্য জেএমবির এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে গ্রেফতারকৃতের নাম-পরিচয় জানায়নি পুলিশ।
এ বিষয়ে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
যাযাদি/ এমএস
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd