বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার কায়সার কামালের মা জোবাইদা কামাল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৩ বছর।
বৃহস্পতিবার (২৩ জুন) সকাল সোয়া ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
বিষয়টি ঢাকা মেইলকে জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।
জোবায়দা কামাল দুরারোগ্য ব্যধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ব্যারিস্টার কায়সার কামাল এর আগে ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য প্রায় ৬ মাস ধরে ভারতের মুম্বাই টাটা হাসপাতালে অবস্থান করেন। কায়সার কামালের পিতার মৃত্যুর ৬ মাস পর তার মা এই রোগে আক্রান্ত হন।
কামালের বাবা এবং নেত্রকোনা জেলার কলমাকান্দা সদরের ভূতপূর্ব চেয়ারম্যান মোস্তফা কামাল মনসুর ২০২১ সালের ২ এপ্রিল মারা যান।
ব্যারিস্টার কায়সার কামালের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, সদস্য সচিব ফজলুর রহমান, সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আব্দুল জব্বার ভূঁইয়া ও সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল। তারা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
যাযাদি/ এম
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd