মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

বিএনপির ভোট বর্জনে ঢাকা বারের সব পদ আ.লীগপন্থীদের

যাযাদি ডেস্ক
  ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৪৯
আপডেট  : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৮
বিএনপির ভোট বর্জনে ঢাকা বারের সব পদ আ.লীগপন্থীদের
বিএনপির ভোট বর্জনে ঢাকা বারের সব পদ আ.লীগপন্থীদের

ঢাকা আইনজীবী সমিতির ২০২৩-২৪ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি সম্পাদকসহ সবকটি পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগপন্থী সাদা প্যানেল। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার পর ভোট গণনা শেষে ফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

প্রধান নির্বাচন কমিশনার ও ঢাকা মহানগর পিপি মো. আব্দুল্লাহ আবু বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

এর আগে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে আইনজীবী সমিতির কার্যালয়ে এই ভোট গণনা শুরু হয়।

বিজয়ী প্রার্থীরা হলেন, সভাপতি পদে মিজানুর রহমান মামুন, সাধারণ সম্পাদক পদে খন্দকার গোলাম কিবরিয়া জুবায়ের, সিনিয়র সহ-সভাপতি পদে রুমানা জামান রীতু, সহ-সভাপতি পদে প্রাণ নাথ ও ট্রেজারার পদে বিবি ফাতেমা মুন্নী।

এছাড়া ফাহিম শরীফ সিনিয়র সহ-সাধারণ সম্পাদক, মো. মাহবুব হোসেন জয় সহ-সাধারণ সম্পাদক, মো. রেজাউল হক রিপন লাইব্রেরি সম্পাদক, শিখা ইসলাম সাংস্কৃতিক সম্পাদক, মো. গোলাম কিবরিয়া সুমন দফতর সম্পাদক, এস এম মিজানুর রহমান ক্রীড়া সম্পাদক ও মো. আবুল হাসনাত জিহাদ সমাজকল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. কামাল হোসেন, গাজী ইমরুল, আসলাম হোসেন, ইয়াসিন জাহান ভূঁইয়া (নিশান), মো. তানজির হোসেন রবিন, অ্যাডভোকেট শারমিন সুলতানা টুম্পা, ইসমত আরা শারমিন (রীমু), মো. আশিকুল ইসলাম মুরাদ, সঞ্জয় কুমার কর্মকার, জহির উদ্দিন জহির এবং নাছির উদ্দীন।

গত বুধবার (২২ ফেব্রুয়ারি) প্রথম দিনে পাঁচ হাজার ২৮ জন ভোটার ভোট দেন বলে জানান নির্বাচন কমিশনার। তবে নির্বাচনে চার হাজার ২৩ জন ভোটার ভোট দিয়েছেন বলে দাবি করে বিএনপি ও জামায়াত সমর্থিত নীল দল।

পরবর্তীতে নির্বাচনে কারচুপির অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দেয় নীল প্যানেল। দলটি ভোট বর্জনের পর ২য় দিনে চার হাজার ২১৫ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রদান করেন। এ নিয়ে গত দুই দিনে মোট ১৯ হাজার ৬১৮ ভোটারের মধ্যে নয় হাজার ২৪৩ জন আইনজীবী ভোট দেন।

এ নির্বাচনে ২৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৬ জন। বিএনপি ও জামায়াত সমর্থিত নীল প্যানেলের ২৩ জন ও আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের ২৩ জন এতে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে