শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

ড. ইউনূসের বিরুদ্ধে ১৮ শ্রমিকের মামলা, সমন জারি

যাযাদি ডেস্ক
  ২৮ আগস্ট ২০২৩, ১৩:৫৪
আপডেট  : ২৮ আগস্ট ২০২৩, ১৪:৪২
ড. ইউনূসের বিরুদ্ধে ১৮ শ্রমিকের মামলা, সমন জারি

শ্রমিকদের পাওনা মুনাফার টাকা বুঝিয়ে না দেওয়ার ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ১৮টি মামলা করেছেন ১৮ জন বাদী।

আজ সোমবার (২৮ আগস্ট) সকালে পাওনা মুনাফা পরিশোধের দাবিতে ঢাকার তৃতীয় শ্রম আদালতে এই মামলাগুলো করা হয়। মামলার শুনানি শেষে ড. ইউনূসের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। আগামী ১৬ ও ১৮ অক্টোবর ড. ইউনূসকে আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে এই অভিযোগের জবাব দিতে বলেছেন ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) বেগম শেখ মেরিনা সুলতানা।

মোট ২১ কোটি ৪১ লাখ ১৭ হাজার একশ ৬৩ টাকা পাওনা পরিশোধ না করায় শ্রম আইন ২০০৬-এর ২১৩ লঙ্ঘিত হওয়ায় এই মামলাগুলো করেন বাদীরা। গ্রামীণ টেলিকমের সাবেক ১৭ জন ও বর্তমান একজন কর্মচারী এই মালাগুলোর বাদী।

জানা যায়, কোম্পানির নিয়ম অনুযায়ী লভ্যাংশের ৫ শতাংশ হারে পাওনা বুঝিয়ে না দেওয়ায় এই মামলাগুরো করা হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে