শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

কারাগারে বিএনপি নেতাকর্মীর মৃত্যু: তদন্তে উচ্চ আদালতে রিট

যাযাদি ডেস্ক
  ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০৬
কারাগারে বিএনপি নেতাকর্মীর মৃত্যু: তদন্তে উচ্চ আদালতে রিট

গত ৬ মাসে দেশের বিভিন্ন কারাগারে ১৩ বিএনপি নেতাকর্মীর মৃত্যুর ঘটনা তদন্ত ও তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট দায়ের করা হয়েছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রিট দায়ের করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এটি দায়ের করেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিগত কয়েক মাসে ঢাকা, রাজশাহী, রংপুর, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন কারাগারে বিএনপির ১৩ নেতাকর্মী মারা গেছেন। এসব মৃত্যুর ঘটনা নিয়ে দেশে বিভিন্ন গণমাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদন সংযুক্ত করে রিট দায়ের করেছি। রিটে কারাগারে বিএনপি নেতাকর্মীর মৃত্যুর ঘটনায় বিবাদীদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করেছি।

এর আগে এই বেঞ্চে ক্ষতিগ্রস্থ বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মীর বিষয় এই আইনজীবী রিট করেছিলেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে