রাজধানীর রমনা থানাধীন ইস্কাটন গার্ডেন এলাকায় থেকে অজ্ঞাত (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২ মার্চ) রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রমনা ইস্কাটন গার্ডেন রোড ১৩ নম্বর বাড়ির সামনে ফুটপাত থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে তেমন আঘাত নেই। পরনে ছিল ময়লাযুক্ত ফতুয়া থ্রি কোয়াটার প্যাণ্ট।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে অজ্ঞাত ওই নারী ভবঘুরে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল মর্গে পাঠানো হয়েছে।
যাযাদি/ এমডি
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd