সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

সাড়ে তিন হাজার কনস্টেবলের সমাপনী ‍কুচকাওয়াজ স্থগিত

যাযাদি ডেস্ক
  ০৯ ডিসেম্বর ২০২৪, ০০:৫৩
আপডেট  : ০৯ ডিসেম্বর ২০২৪, ১১:০৬
সাড়ে তিন হাজার কনস্টেবলের সমাপনী ‍কুচকাওয়াজ স্থগিত
ফাইল ছবি

একযোগে প্রায় সাড়ে তিন হাজারে উপরে রিক্রুট কনস্টেবল পদে সমাপনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

অনিবার্য কারণ দেখিয়ে বাংলাদেশ পুলিশ রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে সমাপনী অনুষ্ঠান স্থগিত আদেশ দিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। সারাদেশে পুলিশ ট্রেনিং সেন্টার প্রায় সাড়ে তিন হাজারের বেশি কনস্টেবল পদে ট্রেনিং রয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

জানা যায়, বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) জানুয়ারি ২০২৪ এ নিয়োগ প্রাপ্তদের ০৬ (ছয়) মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গত ২৪-০৬-২০২৪ তারিখ হতে ০৭ টি প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহী: পুলিশ ট্রেনিং সেন্টার, (টাঙ্গাইল, নোয়াখালী, খুলনা, রংপুর); পিএসটিএস, বেতবুনিয়া, রাঙ্গামাটি ও এএসটিসি, খাগড়াছড়িতে চলমান রয়েছে। চলমান প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ আগামী ১৯ ডিসেম্বর ২০২৪ তারিখ নির্ধারিত ছিলো।

সূত্র জানায়, অনিবার্য কারণবশত উক্ত প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে। কুচকাওয়াজ অনুষ্ঠান হওয়ার পূর্ব পর্যন্ত উক্ত প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে।

এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে