শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

নগর ভবনের সামনে জড়ো হচ্ছেন ইশরাকপন্থীরা, সতর্ক পুলিশ

যাযাদি ডেস্ক
  ১৭ মে ২০২৫, ১০:৩৮
নগর ভবনের সামনে জড়ো হচ্ছেন ইশরাকপন্থীরা, সতর্ক পুলিশ
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে প্রকৌশলী ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। ঘোষণা অনুযায়ী ‘ঢাকাবাসী’ ব্যানারে নগর ভবনের সামনে স্লোগান, মিছিল নিয়ে জড়ো হচ্ছেন ইশরাকপন্থী নেতা-কর্মী ও স্থানীয়রা।

শনিবার (১৭ মে) সকাল থেকে গুলিস্তানে ডিএসসিসির নগর ভবনের সামনে জড়ো হচ্ছেন তারা। এ সময় সেখানে তারা ‘ইশরাক ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শপথ নিয়ে টালবাহানা চলবে না চলবে না’, ‘অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই, দিতে হবে’, ‘জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন।

1

আন্দোলনে অংশ নেওয়া কয়েকজন বলেন, ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিলটি সচিবালয়ে যাচ্ছে না। নগর ভবন থেকে শুরু করে প্রেসক্লাব, পল্টন, মাজার সড়ক ঘুরে আবার নগর ভবনে ফিরে আসবে।

আন্দোলনে অংশ নেওয়া এক নেতা বলেন, ইঞ্জিনিয়ার ইশরাক জনগণের ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন। আমরা তাকে দ্রুত মেয়র হিসেবে দেখতে চাই। তার বিষয়টি কত দিন এভাবে আটকে রাখবে? সরকারের কাছে আমাদের প্রশ্ন, কেন তাকে এখনো শপথ গ্রহণ করানো হচ্ছে না? শপথ যত দিন পড়ানো হবে না, তত দিন আমরা রাজপথ ছাড়ছি না। যদি এটা নিয়ে কোনো টালবাহানা হয়, আমরা আরও বড় কর্মসূচি দিতে বাধ্য হব।

এদিকে আন্দোলন ঘিরে সতর্কতা হিসেবে পুলিশের কয়েকটি ফোর্স, কয়েকটি সাঁজোয়া যান ও জলকামানের উপস্থিতি দেখা গেছে।

এর আগে গতকাল শুক্রবার (১৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা দক্ষিণ সিটিতে বসবাসকারী ভোটারদের পক্ষ থেকে সাধারণ নাগরিকরা লং মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করবেন।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। গেল ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে