শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রেস ক্লাব ঘুরে আবারো নগর ভবনের সামনে ইশরাক সমর্থকরা

যাযাদি রিপোর্ট
  ১৭ মে ২০২৫, ১১:৫৪
আপডেট  : ১৭ মে ২০২৫, ১২:৩২
প্রেস ক্লাব ঘুরে আবারো নগর ভবনের সামনে ইশরাক সমর্থকরা
শনিবার নগর ভবনের বন্ধ ফটকের সামনে ইশরাক সমর্থকদের অবস্থান। ছবি: সংগৃহীত

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবন ও প্রেস ক্লাব এলাকায় বিক্ষোভ করেছেন কয়েকশ মানুষ।

এর আগে আজ শনিবার (১৭ মে) সকালে তৃতীয় দিনের মতো নগর ভবনের সামনে অবস্থান নেন তারা।

1

রাজধানীর নগর ভবনের সামনে বিক্ষোভে অংশ নেওয়া শাহবাগ এলাকার খলিল শাহীন নামে একজন বলেন, ‘ইশরাকের শপথ নিয়ে সরকার টালাবাহানা করছে, বিএনপির নেতারা যেন ভালো কোনো অবস্থানে যেতে না পারে।’

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন।

জুলাই অভ্যুত্থানে ক্ষমতার পট পরিবর্তনের পর গেল ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম মেয়র পদে তাপসকে বিজয়ী ঘোষণার সেই ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন।

ট্রাইব্যুনালের রায়ের কপি পেয়ে ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন।

এরপর ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

কিন্তু অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাকের শপথের আয়োজন এখনো হয়নি, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন আন্দোলনকারীরা।

এর আগে বুধবার ‘ঢাকাবাসী’ ব্যানারে একই দাবিতে নগর ভবন প্রাঙ্গণে বিক্ষোভ করেন কয়েকশ’ মানুষ। এ দাবিতে বৃহস্পতিবার থেকে লাগাতার কর্মসূচির ঘোষণাও দেওয়া হয় সেদিন।

ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার নগর ভবনের প্রধান ফটকসহ বিভিন্ন গেইট অবরুদ্ধ করে রাখেন বিক্ষোভকারীরা। ফলে ওইদিন সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীরা নগর ভবনে ঢুকতে পারেননি। বিভিন্ন সেবা নিতে আসা নাগরিকরাও ভোগান্তিতে পড়েন।

এমন অবস্থায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের মেয়র নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের করা মামলার রায় ও নির্বাচন কমিশনের আপিল না করার বিষয়ে কোনো আইনি জটিলতা আছে কি না, তা জানতে চেয়ে বৃহস্পতিবার আইন ও বিচার বিভাগে চিঠি দেয় স্থানীয় সরকার বিভাগ।

আইন ও বিচার বিভাগের সচিবের কাছে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মাহবুবা আইরিনের পাঠানো চিঠিতে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ এর ধারা ৬ অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণে কোনো আইনি জটিলতা আছে কি না, সে বিষয়ে মতামত চাওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে