মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২

স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিতে ছুটি পুনর্বিন্যাসের দাবি

যাযাদি ডেস্ক
  ২৭ মে ২০২৫, ১৫:০৪
স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিতে ছুটি পুনর্বিন্যাসের দাবি
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে যাত্রী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলন

স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিতে ঘোষিত সরকারি ছুটি পুনর্বিন্যাসের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এ জন্য তারা আগামী ১১ ও ১২ জুনের সরকারি ছুটি পুনর্বিন্যাস করে ৩ ও ৪ জুন এগিয়ে আনার দাবি জানিয়েছে।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় যাত্রী কল্যাণ সমিতি।

সংবাদ সম্মেলনে বলা হয়, এবারের ঈদুল আজহায় সরকার ১০ দিনের ছুটি ঘোষণা করলেও তা যাত্রীদের ভোগান্তি লাঘব করবে না। কারণ, ৭ জুন ঈদ উদ্‌যাপিত হলে ঈদের আগে মানুষ ছুটি পাবেন মাত্র দুই দিন। ঈদ ৬ জুন উদ্‌যাপিত হলে মানুষ ঈদের আগে ছুটি পাবেন মাত্র এক দিন। এই স্বল্প সময়ে প্রায় দেড় কোটি মানুষ রাজধানী ছাড়বেন। কাজেই এবারের ঈদযাত্রায় চরম দুর্ভোগের আশঙ্কা আছে।

সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘আমরা ঈদের ছুটির পুনর্বিন্যাস চাই। জনগণের স্বস্তির জন্য এটা জরুরি।’

ইতিমধ্যে সরকারের দায়িত্বশীল মহলে ছুটি পুনর্বিন্যাসের দাবি জানানো হলেও সাড়া পাওয়া যায়নি বলে উল্লেখ করেন মোজাম্মেল হক চৌধুরী।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রান্তিক জনশক্তি উন্নয়নবিষয়ক সম্পাদক অপর্ণা রায় দাশ, যাত্রী কল্যাণ সমিতির অর্থ সম্পাদক মাহমুদুল হাসান রাসেল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রফিকা আফরোজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে