শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

জোটার শেষকৃত্য কাল, জানানো হলো শ্রদ্ধা

ক্রীড়া ডেস্ক
  ০৪ জুলাই ২০২৫, ১৫:১৫
আপডেট  : ০৪ জুলাই ২০২৫, ১৯:৪৪
জোটার শেষকৃত্য কাল, জানানো হলো শ্রদ্ধা
কফিনে শ্রদ্ধা জানাতে আসেন জোটার বাবা জোয়াকিম (মাঝে) | ছবি: এপি/ সংগৃহীত

গন্তব্য ছিল ইংল্যান্ড। তাই তিনি নিজ শহর পোর্তা থেকে ল্যাম্বোরগিনিতে করে ছোট ভাই আন্দ্রে সিলভাকে নিয়ে রওনা হন স্প্যানিশ বন্দর সান্তান্দারের উদ্দেশে। লিভারপুলের প্রাক-মৌসুম অনুশীলন শুরু হয়েছে, তাতে যোগ দেয়ার তাড়া। ওদিকে, সম্প্রতি ছোটখাটো একটা অস্ত্রোপচার করানোর পর জোটাকে চিকিৎসকরা বিমান ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন। তাই তিনি সিদ্ধান্ত নিলেন বিমানে না গিয়ে স্পেনের সান্তান্দার থেকে ফেরিতে ইংল্যান্ড পৌঁছবেন।

এ পথেই জামোরা শহর। সেখানে গাড়ি দুর্ঘটনায় ভাইকে নিয়ে প্রাণ হারান লিভারপুল তারকা জোটা।

পুলিশ বলেছে, জামোরা অতিক্রম করার সময়ই জোটার গাড়ির টায়ার ফেটে গিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে, তৎক্ষণাৎ গাড়িতে আগুণও ধরে যায়। এ দুর্ঘটনায় সদ্য বিবাহিত ২৮ বছর বয়সী জোটা ও তার ছোট ভাই ২৬ বছর বয়সী আন্দ্রের অকাল প্রয়াণ ঘটে।

পর্তুগালের সীমান্ত থেকে খুব কাছে জামোরা শহর। পোর্তো শহর থেকে এর দূরত্ব ৩০৫ কিলোমিটারের মতো। আবার জামোরা থেকে সান্তান্দারের দূরন্তও এর কাছাকাছি। জানা গেছে, দুই সপ্তাহ আগে নিজের বিয়ে উপলক্ষ্যে এ পথেই ফেরি ও গাড়িতে করে তিনি পোর্তো শহরে পৌঁছান। এবার সেই পথে ফিরতে গিয়ে প্রাণ গেল জোটা ও তার ছোট ভাইয়ের।

জোটা ও তার ভাইয়ের মৃত্যুতে পর্তুগাল ও ইংল্যান্ডে এখন শোক, যা এ দুই দেশ ছাপিয়ে শোকাচ্ছন্ন করে তুলেছে বিশ্বের ফুটবল অঙ্গনকে।

আজ জোটার শহর পোর্তোর গন্ডোমারে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। পর্তুগালের সময় সকাল ৮টায় স্থানীয় এক গীর্জায় এ অনুষ্ঠান শুরু হয়।

গন্ডোমার সিটি কাউন্সিলের পক্ষ থেকে আজ শোক দিবস ঘোষণা করে পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে। আগামীকাল শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় দুজনের শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

লিভারপুল ক্লাবের পক্ষ থেকেও জোটার প্রতি শ্রদ্ধার্ঘ প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। আজ অ্যানফিল্ডে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বর্তমান ও সাবেক সতীর্থরা এবং ফুটবল অনুরাগীরা। লিভারপুলের সাবেক অধিনায়ক হেন্ডারসন ফুল দিয়ে জোটার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন।

লিভারপুলের সাবেক কোচ ইয়ুর্গেন ক্লোপ, বর্তমান কোচ আর্নে স্লট, পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজসহ কোচ ও খেলোয়াড়রা জোটার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে