শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

সারিয়াকান্দিতে নিষিদ্ধ জাল জব্দ, ব্যবসায়ীকে কারাদণ্ড

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
  ০৫ জুলাই ২০২৫, ১০:২৩
সারিয়াকান্দিতে নিষিদ্ধ জাল জব্দ, ব্যবসায়ীকে কারাদণ্ড
সারিয়াকান্দিতে নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল জব্দ করেছে যৌথ বাহিনী।

বগুড়ার সারিয়াকান্দিতে অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল জব্দ করেছে যৌথ বাহিনী। একইসঙ্গে ভ্রাম্যমাণ আদালত এক জাল ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে উপজেলার মাছ বাজারসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এ জালগুলো উদ্ধার করা হয়। অভিযানে ৭৫ হাজার ৬০০ ফুট কারেন্ট জাল এবং ৪০টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জনসম্মুখে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আটক ব্যবসায়ীর নাম রাম হাওলাদার (৩৬)। তিনি পৌর এলাকার দক্ষিণ হিন্দুকান্দি গ্রামের বাসিন্দা এবং পাথারু হাওলাদারের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি নিষিদ্ধ জাল বিক্রির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার রহমান। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মুর্শিদা খাতুন এবং সেনা ক্যাম্পের ক্যাপ্টেন আরাফাত ও লেফটেন্যান্ট সাব্বির হোসাইন।

উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, সরকার কারেন্ট ও চায়না দুয়ারী জাল নিষিদ্ধ করেছে। এসব জাল মাছের প্রজনন ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এরপরও কিছু অসাধু ব্যবসায়ী গোপনে এ জাল বিক্রি করে আসছিলেন।

অভিযান শেষে ইউএনও শাহরিয়ার রহমান বলেন, অভিযানে আটক রাম হাওলাদারকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ ধারা অনুযায়ী তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে