রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশে ‘১৫ অগাস্টের ঘটনার পুনরাবৃত্তি করার ইংগিতপূর্ণ ও উস্কানিমূলক’ বক্তব্য দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার ঢাকায় নিজের সরকারি বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিএনপির এক নেতা দেশে আরেকটি ১৫ অগাস্ট ঘটানোর যে ইংগিতপূর্ণ ও উসকানিমূলক বক্তব্য দিয়েছেন, তাতে দেশবাসী বিক্ষুব্ধ। এই বক্তব্য বিএনপির ফ্যাসিবাদি মানসিকতা, ষড়যন্ত্র এবং খুনের রাজনীতির চরিত্র স্পষ্ট হয়ে উঠেছে।‘
একটি জাতীয় দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, মিনু সেদিন ওই সমাবেশে বলেছিলেন, “আজ রাত, কাল আবার সকাল নাও হতে পারে। ৭৫ মনে নাই?”
সে প্রসঙ্গ ধরে ওবায়দুল কাদের বলেন, ‘ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা এবং রাজশাহী মহানগর আওয়ামী লীগ এ বিষয়ে প্রতিবাদ করেলেও বিএনপির পক্ষ থেকে কোনো সুস্পষ্ট বক্তব্য দেওয়া হয়নি, তহলে কি ধরে নেব যে এটি বিএনপির দলীয় বক্তব্য? জনগণ আশা করে- বিএনপি এ বিষয়ে তাদের বক্তব্য স্পষ্ট করবে।‘
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে হত্যা এবং ২০০৪ সালের ২১ অগাস্ট শেখ হাসিনাকে হত্যাচেষ্টা ‘একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা’ ছিল মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি নেতার এ বক্তব্যে তাদের খুনের রাজনীতির স্বরূপ উন্মোচিত হয়েছে।‘
তিনি বলেন, ‘এই বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যায়, বিএনপি এখনো ষড়যন্ত্রের রাজনীতি করছে। এ ষড়যন্ত্রের জাল দেশ-বিদেশে বিস্তৃত, তাদের বক্তব্য লন্ডনের ছক অনুযায়ী গোপন পরিকল্পনা বাস্তবায়নের অংশ কিনা তাও খতিয়ে দেখা হবে।‘
কাদের বলেন, ইতোমধ্যে রাজশাহী জেলা আওয়ামী লীগ ওই বক্তব্য প্রত্যাহারের জন্য ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে, আশা করছি, কেন্দ্রীয় বিএনপি তাদের অবস্থান স্পষ্ট করবে।
যাযাদি/ এমডি
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd