শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

শিক্ষামন্ত্রী দীপু মনির মা আর নেই

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
  ০৬ মে ২০২৩, ১৪:১৮
ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ডা. দীপু মনির মা ও ভাষাসৈনিক মরহুম এমএ ওয়াদুদের স্ত্রী রহিমা ওয়াদুদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (৫ মে) রাত ১২টার দিকে রাজধানীর কলাবাগানে নিজ বাসভবনে মারা যান তিনি। শিক্ষামন্ত্রী বর্তমানে রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তিনি রোববার (৭ মে) সকালে দেশে ফিরবেন। শিক্ষামন্ত্রী দেশে ফেরার পর তার মা রহিমা ওয়াদুদের দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে। তিনি এক ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহছান উল্যাহ জানান, মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির মায়ের জানাজার নামাজ আগামীকাল ৭ মে রবিবার বাদ আছর ঢাকা কলাবাগান জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হবে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে