শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

বিএনপি বিদেশী শক্তির ক্রিয়ানক হিসেবে কাজ করছে: হানিফ 

কুষ্টিয়া প্রতিনিধি
  ০৩ অক্টোবর ২০২৩, ১৪:১৭
বিএনপি বিদেশী শক্তির ক্রিয়ানক হিসেবে কাজ করছে: হানিফ 
বিএনপি বিদেশী শক্তির ক্রিয়ানক হিসেবে কাজ করছে: হানিফ 

আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে তার মুল ক্রিয়ানক হিসেবে বিএনপি কাজ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যই প্রমাণ করে বিএনপি এই মুহূর্তে বিদেশী শক্তির ক্রিয়ানক হিসেবে কোন দুরভিসন্ধিতে লীপ্ত রয়েছে। আজ কুষ্টিয়ায় এডুকিয়ার স্কুল এন্ড কলেজের আয়োজনে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক শিক্ষার্থী সমাবেশে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলীসহ স্থানীয় আওয়ামী লীগ ও শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

মাহবুবউল আলম হানিফ আরো বলেন, বিএনপি নির্বাচনে কখনোই বিশ্বাসী নয়, তাই সুষ্ঠু ও শান্তিপুর্ণ নির্বাচন বিএনপি’র কাছে কাল্পনিক মনে হয়।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে