বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

বাংলাদেশ লেবার পার্টির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী কাল

যাযাদি ডেস্ক
  ২১ অক্টোবর ২০২৩, ১৯:৩৪
বাংলাদেশ লেবার পার্টির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী কাল
বাংলাদেশ লেবার পার্টির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী কাল

বাংলাদেশ লেবার পার্টির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষীকী আগামীকাল রোববার। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে মাসব্যাপী কর্মসুচী গ্রহন করেছে লেবার পার্টি। এবারের প্রতিপাদ্য "চাই গনতন্ত্র-চাই ভোটাধিকার"। কর্মসুচীর মধ্যে রয়েছে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেককাটা, আলোচনা সভা, মতবিনিময় সভা, প্রতিনিধি সভা।

১৯৭৪ সালে মাওলানা আবদুল মতীনের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ লেবার পার্টি। প্রতিষ্ঠা দিবসে দেশবাসী ও দলীয় সর্বস্তরের নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম।

1

কর্মসুচী, রোববার সকাল ৯ টায় ৮৫/১ নয়াপল্টন কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং সকাল ১০টায় বাংলাদেশ লেবার পার্টি ঢাকা মহানগর শাখার উদ্যোগে ”চাই গনতন্ত্র-চাই ভোটাধিকার শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে। নগর সভাপতি এস এম ইউসুফ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান। লেবার পার্টি ও ছাত্রমিশনের নেতৃবর্গ আলোচনায় অংশ নেবেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে