বরিশাল জেলার বাকেরগঞ্জ থানা কৃষকদলের সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসকে গ্রেফতার করেছে র্যাব-৮। মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর ৬টার দিকে বরিশাল লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে র্যাব মিডিয়া সেল নিশ্চিত করেছে।
র্যাব জানিয়েছে, জাহাঙ্গীর বিশ্বাস (৫০)সহ শতাধিক লোক বিএনপির ডাকা অবরোধের সমর্থনে ৫ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ১২ নং রঙ্গশ্রী ইউনিয়নের বোয়ালিয়া ব্রিজের দক্ষিণ পাশে গরুর হাট সংলগ্ন মহাসড়কে বিক্ষোভ করে ও ককটেল বিস্ফোরণ করে। ওই দলটি গাড়ি ভাংচুরও করে।
র্যাবের দাবি জাহাঙ্গীর বিশ্বাসের নেতৃত্বে রাষ্ট্রবিরোধী শ্লোগান দেওয়া হয় এবং বিভিন্ন সময়ে নাশকতা করা হয়। এসব কারনে বাকেরগঞ্জ থানা পুলিশ মামলা দায়ের করলে সেই মামলায় তাকে গ্রেফতার করে র্যাব।
যাযাদি/ এস