শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১

রাজধানীতে হামলায় ছাত্রদলের বিক্ষোভ পণ্ড

যাযাদি ডেস্ক
  ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:২৫
রাজধানীতে হামলায় ছাত্রদলের বিক্ষোভ পণ্ড

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবি ও মেরুদণ্ডহীন ইসি কর্তৃক ঘোষিত অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতালের সমর্থনে মিছিল করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। মিছিলটি মেরুল বাড্ডা থেকে শুরু হয়ে মধ্য বাড্ডা পৌঁছালে পুলিশ ও আওয়ামী লীগের হামলায় ছত্রভঙ্গ হয়ে যায়। মিছিলে উপস্থিত ছিলেন আকন মামুন-যুগ্ম সম্পাদক, কেন্দ্রীয় সংসদ (বেসরকারি বিশ্ব:) শাকির আহমেদ-যুগ্ম সম্পাদক, কেন্দ্রীয় সংসদ (ঢাঃবিঃ), জসিম উদ্দিন-যুগ্ম সম্পাদক, কেন্দ্রীয় সংসদ (ঢাঃবিঃ), ,সজিব বিশ্বাস- সহ সাংগঠনিক সম্পাদক,কেন্দ্রীয় সংসদ(ঢাকা কলেজ), পি কে মেহেদী হাসান-সহ প্রশিক্ষণ সম্পাদক, কেন্দ্রীয় সংসদ (ঢাকা কলেজ), লাবু ব্যাপারী-সহ মুক্তিযোদ্ধা সম্পাদক, কেন্দ্রীয় সংসদ (মহানগর দক্ষিণ), আক্তারুজ্জামান বাপ্পি, সাধারণ সম্পাদক-একুশে হল,( ঢাঃবিঃ) সোহানুর রহমান সোহাগ-দপ্তর সম্পাদক, ফজলুল হক মুসলিম হল, (ঢাঃবি) শামিম হাওলাদার -সহ-সভাপতি, ঢাকা কলেজ ছাত্রদল, ইউসুফ আলী খান-সহ-সভাপতি,তিতুমীর কলেজ,রিয়াজুল ইসলাম- সহ-সভাপতি,বাংলা কলেজ,মনজিলা মাতুব্বর রিমি -যুগ্ম সাধারণ সম্পাদক, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল, শফিকুল ইসলাম-যুগ্ম সাধারন সম্পাদক, তিতুমীর কলেজ, মোহাম্মদ উজ্জ্বল গাজী-দপ্তর সম্পাদক,ঢাকা কলেজ,সহিদুল ইসলাম,সহসাংগঠনিক সম্পাদক, তিতুমীর কলেজ ছাত্রদল, মহিউদ্দিন আহমেদ - সহ-সাংগঠনিক সম্পাদক, বাংলা কলেজ ছাত্রদল, রাশিকুল ইসলাম শাহিল, সিনিয়র সহ-সভাপতি, ইন্টারন্যাশনাল হল(ঢাকা কলেজ),আহমেদ সাফওয়ান ভূঁইয়া,ঢাকা কলেজ ছাত্রদল,ফয়জুল ইসলাম আকাশ -ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল, হাবিবুর রহমান হাবিব-যুগ্ম আহ্বায়ক লালবাগ,(মহানগর দক্ষিন), মেহেদী হাসান (মহানগর দক্ষিণ), হিমু আহমেদ (মহানগর উত্তর),আরেফিন ইলিয়াস- তিতুমীর কলেজ ছাত্রদল,সৈয়দ আশিক -প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্রদল, সজিব আহমেদ -ঢাকা মহানগর দক্ষিণ সহ আরো অনেক ছাত্রদলের নেতাকর্মী।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে