নাটোর কারাগারে অসুস্থ্য হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ৯ দিন চিকিৎসাধীন থাকার পর জেলার সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এ কে আজাদ সোহেল বৃহস্পতিবার (৪৪) মারা গেছেন।
এক কন্যা জনক এ কে আজাদ সোহেল নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ন্দহ মহিলা কলেজের প্রদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের বড় ভাই শামীম হোসেন বলেন, বিনা অপরাধে আমার ভাইকে গ্রেপ্তার করে জেলে ভরে রাখে পুলিশ। নাটোর জেলে অসুস্থ হয়ে সে রাজশাহীতে মারা গেল। শুক্রবার তার জানাযা অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ বলেন, এ কে আজাদ সোহেলকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের পর কারাগারে পাঠায় পুলিশ। সেখানে নির্যাতনের পরে সে স্টোক করে। কিন্তু সঠিক সময়ে সঠিক চিকিৎসার অভাবে এই নেতার মৃত্যু হয় বলে তিনি অভিযোগ করেন।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নাটোর জেলা কারাগারের জেলার মো. মুশফিকুর রহমান জানান, ২১ নভেম্বর এ কে আজাদ সোহেলকে জেল হাজতে নিয়ে আসা হয়। সে নাশকতার মামলার আসামি ছিল। ২৯ তারিখ সন্ধ্যায় সে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে আমরা তাকে রাজশাহীতে পাঠিয়ে দেই। সে রাজশাহী কারাগারের আওতায় চিকিৎসাধীন ছিল। নিহত এ কে আজাদ সোহেলের অসুস্থতার কথা পরিবারকে জানানো হয়েছিলো কিনা জানতে চাইলে তিনি বলেন, হরহামেশাই অনেকে এরকম অসুস্থ হয়। রাজশাহীর দূরত্ব অল্প হওয়ায় পরিবারকে খবর দেওয়া তখন হয়তো জরুরী মনে হয়নি।
যাযাদি/ এস