শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হামলার অভিযোগ, অসংখ্য গ্রেফতার

যাযাদি ডেস্ক
  ১০ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৯
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হামলার অভিযোগ, অসংখ্য গ্রেফতার
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হামলার অভিযোগ, অসংখ্য গ্রেফতার

আজ বিশ্ব মানবাধিকার দিবস। এই দিবস উপলক্ষে রাজাধানীতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ রাজনৈতিক দলগুলো। এর অংশ হিসেবে আজ রোববার সকালে রাজধানীর যাত্রাবাড়ীতে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ মানববন্ধনের আয়োজন করে। দলের নেতারা মানববন্ধনে পুলিশের হামলার অভিযোগ করেন। এবং দাবি করেন তাদের অনেক নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে।

জানা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আজ রোববার সকালে রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে পুলিশ আতর্কিত হামলা চালিয়ে গুলিবর্ষণ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করেছে বলে অভিযোগ করেন জামায়াত নেতারা।

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির এডভোকেট ড. হেলাল উদ্দিনের নেতৃত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে দেলাওয়ার হোসেন ও ড. আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন, শামছুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, কামরুল আহসান, ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি তৌহিদুল ইসলাম, ঢাকা মহানগরী পূর্বের সভাপতি তাকরিম হাসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, ঢাকা কলেজ সভাপতি আসিফ তাজওয়ার শিশিরসহ ঢাকা মহানগরী দক্ষিণের বিভিন্ন থানা আমির ও সেক্রেটারিবৃন্দ।

শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে পুলিশের হামলার ঘটনায় তাৎক্ষণিক নিন্দা ও প্রতিবাদ জানান কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে