বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

ফটিকছড়িতে বাবার পর নৌকার হাল ধরলেন মেয়ে সনি

মোহাম্মদ জিপন উদ্দিন, ফটিকছড়ি(চট্টগ্রাম) প্রতিনিধি
  ০৮ জানুয়ারি ২০২৪, ১০:৩৭
ফটিকছড়িতে বাবার পর নৌকার হাল ধরলেন মেয়ে সনি

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চট্টগ্রামে একমাত্র নারী প্রার্থী হিসেবে বিজয়ের স্বাদ পেল খাদিজাতুল আনোয়ার সনি। ২৭৯, চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে তিনি ১লাখ ৩শত ৭০ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব তরমুজ প্রতীকে পেয়েছেন ৩৬হাজার ৫শত ৮৭ভোট। ২০০১ এর নির্বাচনে নৌকা নিয়ে বিজয়ী হন সনির বাবা মরহুম রফিকুল আনোয়ার। এরপর ২০০৮ এর নির্বাচনে সালাউদ্দিন কাদের চৌধুরী, ২০১৪ এবং ২০১৮ এর নির্বাচনে ১৪দলীয় জোট থেকে তরিকত ফেডারেশন এর চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি এ আসনে এমপি নির্বাচিত হন। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রফিকুল আনোয়ার এর মেয়ে সনি নৌকা পেয়ে নির্বাচিত হলেন।

৭ জানুয়ারি ভোট শেষে সন্ধ্যায় উপজেলা জহুরুল হক হলরুমে ফলাফল প্রকাশ করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক। এতে বেসরকারি ভাবে এ আসনে বিজয়ী ঘোষণা করা হয় নৌকা প্রতীকের প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনিকে।

চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে নৌকার প্রার্থীসহ মোট ৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তন্মধ্যে নির্বাচনের ২দিন আগে নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ির চারবারের সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি। অন্য ৮জন প্রার্থীরা হলেন- স্বতন্ত্র প্রার্থী হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব তরমুজ প্রতীকে ৩৬,৫৮৭ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সাইফুদ্দিন আহমেদ মাইজভান্ডারী একতারা প্রতীকে ৩,১৩৮ভোট, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহাজাহান ঈগল প্রতীকে ২২৫৭ভোট, হামিদ উল্লাহ মোমবাতি প্রতীকে ১৫২৫ভোট, মীর মুহাম্মদ ফেরদৌস চেয়ার প্রতীকে ৫২৫ভোট, রিয়াজ উদ্দিন চৌধুরী ফুলকপি প্রতীকে ৩১৩ভোট, মুহাম্মদ শফিউল আলম চৌধুরী লাঙ্গল প্রতীকে ২৫৫ভোট এবং নির্বাচন থেকে সরে যাওয়া নজিবুল বশর মাইজভান্ডারি ফুলের মালা প্রতীকে পেয়েছেন ২৩০ভোট। ফটিকছড়িতে ৮৯হাজার ৩শত ৫৬ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। তারমধ্যে বাতিল ভোটের সংখ্যা ১১৬৭টি।

এদিকে বিভিন্ন কেন্দ্র থেকে আসা ফলাফল জানাজানি হলে বিভিন্ন ইউনিয়নে নৌকার প্রার্থীর সমর্থনে আনন্দ উল্লাস এ মিষ্টি বিতরণ সহ বিভিন্নভাবে এ জয় উদযাপন করেন নেতাকর্মীরা।

দীর্ঘদিন পর ফটিকছড়িতে দলীয় প্রার্থীকে নৌকা প্রতীক দেওয়ার পর থেকে উজ্জীবিত হয়ে চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নৌকা প্রার্থীর পক্ষ হয়ে দিনরাত কাজ করতে দেখা গেছে।

উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাদাত আনোয়ার সাদি বলেন- ফটিকছড়িতে দীর্ঘদিন দলীয় কোন এমপি ছিলোনা। আমাদের প্রাণের দাবী ছিল এবার যেন নৌকার প্রার্থী দেওয়া হয়। আমিও মনোনয়ন প্রত্যাশী ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী যাকে নৌকা দিয়েছেন তাকে আমরা সবাই মিলে বিজয়ী করতে সক্ষম হয়েছে। দীর্ঘদিন দলীয় প্রার্থীর অভাবে এলাকায় কোন উন্নয়ন হয়নি এবার যেহেতু দলীয় প্রার্থী নির্বাচিত হয়েছে ইনশা আল্লাহ উন্নয়ন তরান্বিত হবে।

অন্যদিকে ভোট শেষে চিকনছড়া উচ্চ বিদ্যালয় (কেন্দ্র-৫) এর সহকারী প্রিজাইডিং অফিসার এইচ এম খোরশেদুল আলম মোটর সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা অতর্কিতভাবে লাঠিসোঁটা দিয়ে তাকে আহত করে মোটরসাইকেলটি ভাংচুর চালানোর অভিযোগ পাওয়া গেছে। এর কিছুক্ষণ পর চিকনছড়া সরকারি প্রা: বিদ্যালয়ের (কেন্দ্র-৪) প্রিজাইডিং অফিসার মো.জাহাঙ্গীর আলম সহ অন্যান্যরা ভোটের সরঞ্জামাদি নিয়ে ফেরার পথে তাদের উপর চড়াও হয়ে দুবৃত্তরা সরঞ্জামাদির মিনি ট্রাকটি লক্ষ করে ইটপাথর নিক্ষেপ এবং লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করার অভিযোগ করেন দায়িত্বরত প্রিজাইডিং অফিসার জাহাঙ্গীর আলম।তিনি জানান- আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকায় আমরা নিরাপদে ফিরে এসেছি। বিষয়টি উর্দ্ধতন কর্মকর্তাদের জানিয়েছি।

ফটিকছড়িতে ৪লাখ ৫৬হাজার ৪৯০জন মোট ভোটার। পুরুষ ভোটার ২লাখ ৩৯হাজার ৯শত জন। নারী ভোটারের সংখ্যা ২লাখ ১৬হাজার ৫শত জন। এছাড়াও হিজড়া ভোটার রয়েছে ৩জন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে