সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

কক্সবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি-সম্পাদকের পরাজয়

কক্সবাজার প্রতিনিধি
  ০৮ মে ২০২৪, ২৩:২৪
অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও মুজিবুর রহমান

আজ দেশের বেশ কিছু উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিলো খুব কম। এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন বৃষ্টি ও ধান কাটার মৌসুম থাকায় ভোটার উপস্থিতি কম হয়েছে। কৃষকরা ধান কাটতে ব্যস্ত ছিলেন তাই ভোট দিতে আসেননি।

এদিকে উপজেলা পরিষদ নির্বাচনে কক্সবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক মুজিবুর রহমান পৃথক উপজেলায় পরাজিত হয়েছে। ফরিদুল ইসলাম চৌধুরী কুতুবদিয়া উপজেলায় ও মুজিবুর রহমান কক্সবাজার সদর উপজেলায় পরাজিত হন।

ফরিদুল ইসলামের প্রতিদ্বন্দ্বী তার আপন ভাতিজা ঘোড়া প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ হানিফ বিন কাশেম তাকে ২৩ হাজার ২৮৪ ভোটের ব্যবধানে পরাজিত করেন। ব্যরিস্টার হানিফের প্রাপ্ত ভোট ২৭ হাজার ২৪৯। ফরিদুল ইসলাম মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৯৬৫ ভোট। নির্বাচনের দুই দিন আগে থেকে অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। তিনি কুতুবদিয়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান।

এদিকে কক্সবাজার সদর উপজেলা নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানকে ৮ হাজার ৭৩৬ ভোটে হারিয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার। নুরুল আবছারের প্রাপ্ত ভোট ৩৬ হাজার ৫৩৬।

আনারস প্রতীক নিয়ে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২৭ হাজার ৮০০ ভোট। মুজিবুর রহমান ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত কক্সবাজার পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেছিলেন।

যাযাদি / এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে