সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

ভাইস চেয়ারম্যান থেকে চেয়ারম্যান হলেন মুরাদ

ফরিদপুর প্রতিনিধি
  ০৯ মে ২০২৪, ১০:৩৩
ছবি-যায়যায়দিন

ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ মুরাদুজ্জামান মুরাদ দোয়াত কলম প্রতিক নিয়ে ২৯ হাজার ৪শ ৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মুরাদুজ্জামান মুরাদ মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও বর্তমান ভাইস চেয়ারম্যান।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহসানুজ্জামান আজাউল ঘোড়া প্রতিক নিয়ে পেয়েছেন ১৮ হাজার ৪শ ৮৫ ভোট।

বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

রাত সাড়ে ৯টায় ফরিদপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তারেক আহমেমদ ফলাফল ঘোষণা করেন।

ফরিদপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তারেক আহমেমদ বলেন, ফরিদপুরের তিন টি উপজেলা পরিষদ নির্বাচনে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠু ও সুন্দর মনোরম পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

পুলিশ, র‌্যাব, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আনসার সদস্যদের পাশাপাশি বিজিবি সদস্যরা টহলরত অবস্থায় ছিলো।

এছাড়াও ৩১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনে দায়িত্ব পালন করেন। প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা নিরলসভাবে কাজ করেছেন।

তিনি আরো জানান, ভোটের শতকরা ৩০ ভাগের একটু বেশি কাস্টিং হয়েছে।

মধুখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেন। মোট ভোটার ছিল ১ লাখ ৭৭ হাজার ৫শ ৩৯ জন।

নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মুরাদুজ্জামান জানান,মানুষের ভালোবাসায় ড়আমি ঋণী হয়ে গেলাম। ভাবিনি এবার মানুষ আমাকে সমর্থন,তবে আমি আমার ভাইস চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় করবে সবটুকু চেষ্টা করেছি এই উপজেলা মানুষের সেবা দিতে, মহান আল্লাহ হয়তো সেই প্রতিদান দিয়েছেন আমাকে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে