সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

রামগড় উপজেলায় দ্বিতীয়বার জয়ী বিশ্ব প্রদীপ কারবারী 

রামগড় (খাগড়াছ‌ড়ি) প্র‌তি‌নিধি
  ০৯ মে ২০২৪, ১০:৪৬
ছবি-যায়যায়দিন

খাগড়াছড়ির রামগড় উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকা‌রিভা‌বে চেয়ারম‌্যান প‌দে ৫ হাজার ৩ শ ৯৬ ভোটের ব্যবধানে দ্বিতীয়বার জয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক বিশ্ব প্রদীপ কুমার কারবারী।‌তাঁর‌ নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবদুল কা‌দের পে‌য়ে‌ছেন ৮ হাজার ৪ শ ৪৭ ভোট। ভাইস চেয়ারম‌্যান প‌দে মোবারক হো‌সেন ও ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান প‌দে‌ নাছিমা আহসান নীলা বিজয়ী হ‌য়ে‌ছেন।সহকারী রিটা‌র্নিং কর্মকর্তা ও উপ‌জেলা নির্বাচন অ‌ফিসার মোঃ জ‌মির উ‌দ্দিন বুধবার রাত নয়টার সময় রামগড় উপজেলা স‌ম্মেলন ক‌ক্ষে নির্বাচ‌নের বেসরকা‌রি ফলাফল ঘোষণা ক‌রেন।

ফলাফল বিবরণ‌ীর তথ‌্যানুযায়ী,ষষ্ঠ উপ‌জেলা প‌রিষদ নির্বাচ‌নের প্রথম ধাপ‌ে অনু‌ষ্ঠিত রামগড় উপ‌জেলায় প্রায় ৫৩ শতাংশ ভোট প‌ড়ে‌ছে। বিজয়ী চেয়ারম‌্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী আনারস প্র‌তিকে ১৩ হাজার ৮ শ ৪৩ ভোট পে‌য়ে‌ছেন।দোয়াত কলম প্র‌তিক নি‌য়ে ৮ হাজার ৪ শ ৪৭ ভোট পে‌য়ে দ্বিতীয় অবস্থা‌নে র‌য়ে‌ছে আব্দুল কা‌দের ।ঘোড়া প্র‌তি‌কে কংজঅং মারমা পে‌য়ে‌ছেন ২০৭৯ ভোট।

ভাইস চেয়ারম‌্যান প‌দে ম‌োবোরক হো‌সেন চশমা প্র‌তিক‌ে ১০ হাজার ৯শ ৭১ ভোট পে‌য়ে‌ বিজয়ী হ‌য়ে‌ছে।তার নিকটতম প্র‌তিদ্ব‌ন্দ্বী প্রা‌র্থি ‌মোঃ আনোয়ার ফারুক (বর্তমান ভাইস চেয়ারম‌্যান) টিয়া পাখ‌ি প্রতিকে ৪ হাজার ৪ শ ১৫ ভোট ,মোঃ নূরুল আমিন টিউবওয়েল প্র‌তিকে ৩ হাজার ৮ শ ৪৭ ভোট ,মোঃ শামছুদ্দিন মিলন তালা প্র‌তিক ৩ হাজার ৫ শ ৩২ ভোট ,মোঃ ওমর ফারুক মাইক প্র‌তি‌কে ১ হাজার ২ শত ২৪ ভোট পে‌য়ে‌ছেন। মহিলা ভাইস চেয়ারম্যান প‌দে নাছিমা আহসান নীলা প্রজাপ্রতি প্র‌তি‌কে ১৬ হাজার ভোট পে‌য়ে বিজয়ী হ‌য়ে‌ছেন।

অপর প্রার্থী হাছিনা আক্তার (বর্তমান ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান) কলস প্র‌তিক‌ে ৭ হাজার ৫ শ ৬৩ ভোট পে‌য়ে‌ছে।উপ‌জেলা নির্বাচনে ২০টি কেন্দ্রে উৎসবমূখর প‌রি‌বে‌শে শা‌ন্তিপূর্ণভা‌বে সকাল আটটা থে‌কে ভোটগ্রহণ শুরু হ‌য়ে চ‌লে বিকাল ৪ টা পর্যন্ত।তবে উপজেলার থলিবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জালভোট দেয়াকে কেন্দ্র করে প্রার্থীদের সমর্থকদের মধ্যে মারামারি এবং ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার পর খাগড়াবিল ও লামকুপাড়া কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনার খবর পাওয়া যায়।পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে