বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

কর্ণফুলী উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০৪ জানুয়ারি ২০২৫, ১৩:৩৭
আপডেট  : ০৪ জানুয়ারি ২০২৫, ১৩:৩৯
কর্ণফুলী উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত যুবলীগের সভাপতি নাজিম উদ্দিন হায়দার।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নগরীর কোতোয়ালী থানা এলাকায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দীন হায়দারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জানুয়ারি) রাতে উপজেলার জুলধা ইউনিয়নের ডাঙারচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নাজিম উদ্দীন হায়দার কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের কুইদ্দারটেক এলাকার রশিদ আহমদ মাস্টারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে আত্মগোপনে চলে যান গ্রেপ্তার নাজিম হায়দার। গ্রেপ্তারের পর তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে