সোমবার, ০৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

মোজাম্মেল-কামালসহ ২২৬ জনের বিরুদ্ধে গাজীপুরে মামলা

গাজীপুর প্রতিনিধি
  ০৪ মে ২০২৫, ২১:৪৬
মোজাম্মেল-কামালসহ ২২৬ জনের বিরুদ্ধে গাজীপুরে মামলা
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কোনাবাড়ীতে হামলার ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ ২২৬ জনের নামে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ১০০ থেকে ১৫০ জনকে।

শনিবার (৩ মে) গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানায় মামলাটি করেন রাজশাহী জেলার মোহনপুর থানার শিয়ালকোলা গ্রামের বাবুল হোসেনের ছেলে নুর মোহাম্মদ। কোনাবাড়ী থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম—সাধারণ সম্পাদক মতিউর রহমান (মতি), বাসন থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী, নিষিদ্ধ ছাত্রলীগের গাজীপুর জেলা সভাপতি মো. হিরা সরকার, বাসন থানা আওয়ামী লীগের যুগ্ম—সাধারণ সম্পাদক মো. রকিব সরকার, গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম—সাধারণ সম্পাদক শান্ত বাবুসহ ২২৬ জনের নাম উল্লেখ রয়েছে। নাম না জানা আসামি করা হয়েছে ১০০ থেকে ১৫০ জনকে।

কোনাবাড়ী থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “আদালতের আদেশে মামলা হয়েছে। পরে ২২৬ জনের নাম উল্লেখসহ নাম না জানা আরো ১০০—১৫০ জনের নামে মামলাটি রুজু হয়েছে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে