দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়নের ঠাকুরপুর মাঝপাড়ার সালমানের ছেলে ইমরান হোসেন (৮) পুকুরে পানিতে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার (৪ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, গতকাল রোববার সকালে সে প্রতিদিনের ন্যায় স্কুলে যায়। স্কুল ছুটির পর বাড়িতে ব্যাগ রেখে দুপুরে শিশু ইমরান বাড়ির অদুরে তালপুকুরের পাশে আর একটি পুকুরে গোসল করতে নামে। পানিতে নামার পরপরই সে ডুবে যাই। সে চাকুলীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।
পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পাড়ে তার জামা দেখে পরিবারের লোকজন ধারণা করে সে পুকুরের পানিতে ডুবে গিয়েছে। স্থানীয় লোকজন পানিতে নেমে তাকে উদ্ধার করে রাত সাড়ে ৯ টার দিকে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহিদ তিতুমীর জানান, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়। খোজখোবর নেওয়ার জন্য টিম পাঠিয়েছি।