শুক্রবার, ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন যাচ্ছেন গোলাম আকবর খোন্দকার

চট্টগ্রাম ব্যুরো
  ২২ মে ২০২৫, ১৮:৪২
আপডেট  : ২২ মে ২০২৫, ১৯:০৯
কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন যাচ্ছেন গোলাম আকবর খোন্দকার
ছবি: যায়যায়দিন

চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার চীন সফরে যাচ্ছেন।

আগামী শনিবার (২৪ মে) গোলাম আকবর খোন্দকারের নেতৃত্বে তিন সদস্যের বিএনপির একটি প্রতিনিধিদল চীন সফরে যাবে।

1

প্রতিনিধিদলের অপর দুই সদস্য হলেন- বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রোগ্রাম ডাইরেক্টর ডা. শাহ মোহাম্মদ আমান উল্লাহ।

জানা যায়, আগামী ২৫ ও ২৬ মে ‘CPC in Dialogue with Political Parties from Neighbouring Countries’ শীর্ষক আন্তর্জাতিক সংলাপে অংশগ্রহণ করবে প্রতিনিধিদল।

তারা ৩১ মে পর্যন্ত চীনে অবস্থান করবেন। চীনা কমিউনিস্ট পার্টির উদ্যোগে আয়োজিত এই সংলাপে অংশগ্রহণকারী প্রতিবেশি দেশসমূহের রাজনৈতিক দলগুলো পারস্পরিক সহযোগিতা, উন্নয়ন ও রাজনৈতিক অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে মতবিনিময় করবেন।

সফরকালে বিএনপি প্রতিনিধিদল চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো পর্যবেক্ষণ করবেন। প্রতিনিধিদল সিপিসির শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় ছাড়াও বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় হবে এবং আন্তঃদলীয় কূটনীতির ক্ষেত্রে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও সুসংহত হবে।

উল্লেখ্য, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সম্প্রতি চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লুতে গোলাম আকবর খোন্দকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সে সময় তিনি চীন সফরের এই আমন্ত্রণ জানিয়েছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে