সোমবার, ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

সালাহউদ্দিনকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার, প্রতিবাদে উখিয়া বিএনপির বিক্ষোভ

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ২৫ মে ২০২৫, ১৮:২৮
সালাহউদ্দিনকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার, প্রতিবাদে উখিয়া বিএনপির বিক্ষোভ
কক্সবাজারের উখিয়ায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ: ছবি যায়যায়দিন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কক্সবাজারের উখিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ মে) বিকালে উখিয়া উপজেলা বিএনপির উদ্যোগে কোর্টবাজার স্টেশনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

1

মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ভাইস চেয়ারম্যান সোলতান মাহমুদ চৌধুরী।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির আহবায়ক কমিটির সদস্য দলিলুর রহমান শাহীন, সাবেক দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সেলিম সিরাজী, হলদিয়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল মাহমুদ চৌধুরী, উখিয়া জাতীয়তাবাদী শ্রমিক দলের আহবায়ক আব্দুল মালেক মানিক, যুবদলের সদস্য সচিব খাইরুল আমিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আরাফাত চৌধুরী, সদস্য সচিব রিদুয়ানুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক মোরশেদুল হক ভুট্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আব্বায়ক রিদুওয়ান সিদ্দিকী, যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন, শাহাবুদ্দিন, হলুদিয়া পালং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল আল মামুন, বিএনপি নেতা ফরিদ আলম সহ বিএনপি যুবদল,স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, মৎস্যজীবীদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘সালাউদ্দিন আহমদ একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় যখন বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদ জানাচ্ছেন তখন দেশি বিদেশি চক্রান্ত শুরু হয়েছে। তিনি যখন বিএনপির মতো বৃহৎ রাজনৈতিক দলকে সংগঠিত করার মাধ্যমে জাতীয় নির্বাচন দেওয়ার যৌক্তিক দাবি জানিয়ে আসছেন, তখনই অনিবন্ধিত গুপ্ত সংগঠনে কম্পন শুরু হয়েছে।’

যারা সালাহউদ্দিন আহমদকে নিয়ে কটুক্তি ও মিথ্যা অপপ্রচার করছে তাদের হুঁশিয়ার করে বক্তারা আরও বলেন, ‘জাতীয় নেতা সালাহউদ্দিন আহমদ দেশের-ই সম্পদ। তাকে নিয়ে অযথা কটুক্তি ও অপপ্রচার করা হলে সেটির দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’ অনতিবিলম্বে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানানো হয় সমাবেশে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে