শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

‘প্রশাসনে আওয়ামী দোসরদের আধিপত্য বজায় আছে’

নীলফামারীতে নাহিদ ইসলাম
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  ০৩ জুলাই ২০২৫, ১৫:৪৪
আপডেট  : ০৩ জুলাই ২০২৫, ১৮:৩৮
‘প্রশাসনে আওয়ামী দোসরদের আধিপত্য বজায় আছে’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

‘প্রশাসনে এখনো আওয়ামী দোসরদের আধিপত্য বজায় আছে। এ কারণে আমাদের ওপর হামলার ঘটনা ঘটছে’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেছেন, পরাজিত শক্তির রেখে যাওয়া পুরাতন বন্দোবস্ত পরিবর্তন করা ছাড়া কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে না। এক্ষেত্রে যত দ্রুত সংস্কার হবে তত তাড়াতাড়ি দেশ সঠিক পথে এগিয়ে যাবে।

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে নীলফামারীর সৈয়দপুরে জুলাই আন্দোলনে নিহত সাজ্জাদের কবর জিয়ারতের পর তিনি এসব কথা বলেন।

এ সময় তার সঙ্গে ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সাজ্জাদের বাবা আলমগীর হোসেন প্রমুখ।

জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র তৃতীয় দিনে নীলফামারীর সৈয়দপুরে এসেছেন নাহিদ ইসলাম। সৈয়দপুরে এসেই শহরের হাতিখানা কবরস্থানে গিয়ে শহীদ সাজ্জাদের পিতা আলমগীর হোসেন ও দলের নেতাদের নিয়ে মোনাজাত করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘প্রশাসনে এখনো আওয়ামী দোসরদের আধিপত্য বজায় আছে। এ কারণে আমাদের ওপর হামলার ঘটনা ঘটছে। গতকালও এনসিপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটেছে।’

তিনি বলেন, ‘পরাজিত শক্তি নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেই চলেছে। তারই ধারাবাহিকতায় এমন অরাজক পরিস্থিতি বিরাজ করছে। সরকারও আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ। আমরা জুলাই পদযাত্রার মাধ্যমে যে সাড়া পাচ্ছি তাতে জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করেই ছাড়বো।’

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘নতুন বাংলাদেশ গড়তে হলে সংবিধান বদলাতে হবে। কারণ, বিদ্যমান সংবিধান মূলত আওয়ামী বিধান। এটার পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ নির্মূল হবে না।’

তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্ট বিদায় হলেও ফ্যাসিবাদী তন্ত্র এখনো জেঁকে বসে আছে রাষ্ট্রযন্ত্রে। তাই কার্যকর সংস্কার না করে কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে না। নতুন বন্দোবস্তের মাধ্যমে গণঅভ্যুত্থানে শহীদদের আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্যই রাজনীতি করছে এনসিপি।’

কবর জিয়ারত শেষে নেতারা হাতিখানা উর্দুভাষী (বিহারী) ক্যাম্প পরিদর্শন শেষে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ ও জনসংযোগ করেন। পরে তারা নীলফামারীর উদ্দেশে রওয়ানা দেন। এই কার্যক্রমে এনসিপির শতাধিক তরুণ, যুবক অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে