ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আবারও বাংলাদেশ সীমান্ত দিয়ে পুশইন কার্যক্রম চালিয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কাকমারাছড়া সীমান্ত দিয়ে ২৩ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইন করে বিএসএফ।
বিজিবি সূত্রে জানা গেছে, পুশইনকৃতদের মধ্যে ৫ জন পুরুষ, ৯ জন নারী ও ৯ জন শিশু রয়েছে। টহলরত বিজিবি সদস্যরা তাদের সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করে স্থানীয় বিওপি ক্যাম্পে নিয়ে যান এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন।
৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, বিএসএফ সদস্যরা রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে ২৩ জন বাংলাদেশি নাগরিককে আমাদের ভূখন্ডে পুশইন করে। উদ্ধারকৃতরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা, তাদের পরিচয় যাচাইয়ের পর বিকেলে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। তবে এ নিয়ে গত ২৫ জুন থেকে শ্রীমঙ্গল সীমান্তবর্তী এলাকা দিয়ে এ পর্যন্ত ৪২ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইন করে বিএসএফ।
পুশইনকৃতরা বিজিবির জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা মূলত দেশের অভ্যন্তরের যশোর, বাগেরহাট, বরিশাল, বরগুনা, চাঁপাইনবাবগঞ্জ ও কুড়িগ্রাম জেলার বাসিন্দা। অবৈধপথে ভারতে প্রবেশ করে সেখানে আটক হওয়ার পর তাদের ফেরত পাঠানো হয়েছে।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম দৈনিক যায়যায়নিকে বলেন, ‘সীমান্ত দিয়ে পুশইন করার ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। বিজিবি সদস্যরা বৃহস্পতিবার বিকেলের দিকে থানায় হস্তান্তর করেছে ২৩ জন বাংলাদেশি নাগরিককে।’
এদিকে একই দিনে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাতল সীমান্ত দিয়ে আরও ৪৮ জন, কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ৫ জন এবং কমলগঞ্জের ধলাই সীমান্ত দিয়ে ৭ জনকে বিএসএফ পুশইন করেছে বলে জানা গেছে।
উল্লেখ্য, এর আগে গত ২৫ জুন ভোরেও শ্রীমঙ্গলের একই সীমান্ত দিয়ে ১৯ জন নারী, পুরুষ ও শিশুকে পুশইন করেছিল বিএসএফ। তখন ৯৯৯-এ পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাদের উদ্ধার করে হেফাজতে নেয়।
যাযাদি/ এসএম