শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

চাঁদাবাজি-সন্ত্রাসের জন্যই কি গণঅভ্যুত্থান করেছিলাম: নাহিদ ইসলাম

যাযাদি ডেস্ক
  ০৪ জুলাই ২০২৫, ১৫:১৫
আপডেট  : ০৪ জুলাই ২০২৫, ১৬:১৯
চাঁদাবাজি-সন্ত্রাসের জন্যই কি গণঅভ্যুত্থান করেছিলাম: নাহিদ ইসলাম
বক্তব্য রাখছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

দেশে নতুন করে চাঁদাবাজি, সন্ত্রাস শুরু হয়েছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা কি এজন্যই গণঅভ্যুত্থান করেছিলাম।

আজ শুক্রবার (৪ জুলাই) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারীতে এনসিপির উপজেলা কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক সংক্ষিপ্ত সভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের প্রত্যাশা দেশটাকে নতুন করে করবো। ইনসাফের ভিত্তিতে, শান্তির ভিত্তিতে দেশ গড়ে তুলবো। চাঁদাবাজি-সন্ত্রাসমুক্ত একটা দেশ হবে, সেই লক্ষ্যে গণঅভ্যুত্থানে যেসব তরুণ নেতৃত্ব দিয়েছিলাম, তারা মিলে এই নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, সেই পার্টি আপনাদের সঙ্গে নিয়ে জনগণের কথা বলতে চায়, অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে রাজনীতি করতে চায়।’

উত্তরাঞ্চলের সমন্বয়ক সারজিস আলমকে এলাকার গর্ব উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘সারজিস শুধু আটোয়ারীর নয়, তিনি এখন সারা বাংলাদেশের। ’

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের জন্য তিনি কথা বলছেন, লড়াই করছেন। তাকে উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া আছে। উত্তরাঞ্চলের মানুষ দীর্ঘদিন বৈষম্য এবং অবহেলার শিকার।’

তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্টের পতনের পর আবারও নতুন করে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস এবং মাদক শুরু হয়েছে। যুবসমাজকে অধঃপতনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা কি এজন্যই গণঅভ্যুত্থান করেছিলাম। শুধু আটোয়ারী নয়, বাংলাদেশের প্রত্যেক উপজেলায় একটা বৈষম্যহীন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তুলবো।’

এনসিপির দক্ষিণাঞ্চলে মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমাদের দেশের ভোটাররা ২০০ টাকা দিয়ে ভোট বিক্রি করেন। আপনারা যদি টাকা দিয়ে ভোট বিক্রি করেন, তাহলে যোগ্য নেতা কোনোদিনও ক্ষমতায় আসবে না। আপনি একদিন আপনার ভোটটা যদি বিক্রি করে দেন, তারা পাঁচ বছর ধরে নির্যাতন করবে। সেজন্য নেতা নির্বাচনে যোগ্য প্রার্থীকে প্রাধান্য দেবেন।’

সারজিস আলমকে আটোয়ারীর যোগ্য সন্তান উল্লেখ করে হাসনাত বলেন, ‘গণঅভ্যুত্থানে তার যে অবদান, পরবর্তীতে আটোয়ারী উপজেলার প্রতি উনার যে আত্মত্যাগ, সবসময় আটোয়ারী নিয়ে উনার যে চিন্তা। আমরা বিশ্বাস করি, যদি সারজিসকে আগলে রাখেন, তার হাতকে শক্তিশালী করেন, এই আটোয়ারী সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো উপজেলাগুলোর মধ্যে অন্যতম উপজেলা হিসেবে স্বীকৃতি পাবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে