শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

চকরিয়ায় বাস খাদে পড়ে কলেজছাত্রসহ নিহত ২

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ০৪ জুলাই ২০২৫, ১৫:২৪
চকরিয়ায় বাস খাদে পড়ে কলেজছাত্রসহ নিহত ২
দুর্ঘটনাকবলিত বাসটিকে ক্রেন দিয়ে খাদ থেকে তোলা হয়। গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ছবি: যাযাদি

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কসংলগ্ন খাদে পড়ে কলেজছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।

বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হানিফ পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ছিল।

দুর্ঘটনায় নিহতদের একজন বাসটির স্টাফ মো. ফারুক (২৭)। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের গিলাতলী এলাকার মোহাম্মদ ছালামের ছেলে। অন্যজন শেখ ওবায়েদ এনাম (১৯) নামে এক কলেজছাত্র। তার বাড়ি নোয়াখালী সদরের সোনাপুর বাইতুল আশরাফ তাজমাহতাবপুর এলাকায়। তিনি যাত্রী হিসেবে বাসটিতে ছিলেন।

চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, "বৃষ্টিভেজা পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহনের একটি বাস উল্টে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয় এবং আহত হন ছয়জন। আহতদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, অপর তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।"

দুর্ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা রাত আড়াইটার দিকে উদ্ধার অভিযান শেষ করেন। পরে একটি ক্রেনের সাহায্যে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে