শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

রাজশাহীতে মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল দাবিতে বিএনপির একাংশের মানববন্ধন

রাজশাহী অফিস
  ০৩ জুলাই ২০২৫, ১৮:৪৩
রাজশাহীতে মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল দাবিতে বিএনপির একাংশের মানববন্ধন
রাজশাহীতে মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল দাবিতে মানববন্ধন করে বিএনপির একাংশ: ছবি যায়যায়দিন

রাজশাহী মহানগর বিএনপির মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে মানববন্ধন করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০২২ সালের ৫ মার্চ তিন মাসের জন্য যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল, সেটি এখনও বহাল রয়েছে। মেয়াদোত্তীর্ণ এই কমিটির আর কোনো সাংগঠনিক বৈধতা নেই।

বক্তারা আরও বলেন, এই আহ্বায়ক কমিটিতে ত্যাগী ও আন্দোলনরত নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী দোসর ও বিতর্কিত ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে। রাজশাহী মহানগরের পাশাপাশি থানাভিত্তিক ও ওয়ার্ড ইউনিটগুলোর মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো বাতিল করে পরীক্ষিত, ত্যাগী নেতাকর্মীদের নিয়ে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবি জানান বক্তরা। তারা বলেন, দল পুনর্গঠনে এটাই সময়োপযোগী ও প্রয়োজনীয় পদক্ষেপ।

বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার, মতিহার থানা বিএনপির সাবেক সভাপতি আনসার আলী,

সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী শাহমুখদুম থানা বিএনপি সভাপতি আব্দুল মাসুদ সাধারণ সম্পাদক আব্দুল মতিন, মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সাবেক সিনিয়র সহসভাপতি মাইনুল হক প্রুঁখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে